যশোরের অভয়নগরে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির (৪০) বিবস্ত্র মরদেহ পাওয়া গেছে। বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগান থেকে মরদেহটি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির এখনও পরিচয় মেলেনি।
পুলিশ জানায়, বুধবার সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়া এলাকার লোকজন কবিরাজ বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিবস্ত্র এক ব্যক্তির মরদেহ একটি দেবদারু গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তার গলায় প্যান্ট দিয়ে ফাঁস এবং ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতের কোনও এক সময়ে হত্যাকাণ্ড হতে পারে। আমরা তার নাম-পরিচয় জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’