X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গী ভেট্টরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২১:২৬আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:২৮

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ছাড়েন ড্যানিয়েল ভেট্টরি। করোনাভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় এই কিউই স্পিন বোলিং কোচকে পায়নি বাংলাদেশ। এরপর আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশ নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশে আসা হয়নি তার। তবে নিউজিল্যান্ড সফরে থাকা দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ভেট্টরি। এবার তিনি ২০ থেকে ২২ দিনের মতো কাজ করবেন তাইজুল-মেহেদীদের নিয়ে।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ১০০ দিনের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ভেট্টরি। ইতিমধ্যে ৬০ দিন শেষ হয়েছে তার। গুঞ্জন উঠেছিল নিউজিল্যান্ড সফর দিয়েই বাংলাদেশে দলের কোচ হিসেবে ইতি ঘটবে ভেট্টরির। এ ব্যাপারে বিসিবি সরাসরি কিছু না জানালেও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ডে ২০ থেকে ২২ দিনের মতো কাজ করবেন তিনি। ১১ মার্চ কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি।

নিজামউদ্দিনের বক্তব্য, ‘উনার (ভেট্টরি) মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের ক্ষেত্রে আমরা বিষয়টাকে অন্যভাবে দেখছি। বোর্ড মনে করে, ভেট্টোরির মতো একজন কিংবদন্তির বাংলাদেশের দলের ড্রেসিং রুমে থাকাটা অন্যরকম ভ্যালু অ্যাড করে। নিউজিল্যান্ডের কন্ডিশনে উনার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান। সুতরাং বোর্ড সবকিছু চিন্তাভাবনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। দিনের হিসেবে উনি নিউজিল্যান্ডে ২০-২২ দিন বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্য কোচিং স্টাফরা দলের সঙ্গে থাকলেও ছিলেন না ভেট্টরি। কেন তিনি ছিলেন না সেই ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘ভেট্টরি অনেকদিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং সার্ভিস দিচ্ছেন। কিন্তু করোনার কারণে উনার মুভমেন্টে সমস্যা ছিল। এই কারণেই তিনি দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। এখন বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে যুক্ত হচ্ছেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী