পটুয়াখালীর বাউফল উপজেলায় খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলার কালাইয়া-দশমিনা খালের কালাইয়া গ্রামীণ ব্যাংকের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।