X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গ্রেফতারকৃতদের জামিন না দেওয়ায় ফের মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ২২:৫৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:৫৮

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাকের কারাগারে মৃত্যুর প্রতিবাদে এবং ওই আইন বাতিলের দাবিতে মশাল মিছিল থেকে গ্রেফতার ছাত্র নেতাদের জামিন আবেদন নাকচ করার প্রতিবাদে ফের মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। গত ২৬ ফেব্রুয়ারি ওই গ্রেফতারের ঘটনায় আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল হয়।

মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শামছুন্নাহার হল-রাজু ভাস্কর্য-শাহবাগ হয়ে কাঁটাবন মোড় ঘুরে আবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় ও সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সভাপতি আল কাদেরী জয়।

সমাবেশে থেকে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং লেখক মুশতাকের হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (৪ মার্চ) সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শাহবাগের মশাল মিছিল থেকে গ্রেফতারকৃতরা হলেন- নজির আমিন চৌধুরী জয়, তামজীদ হায়দার চঞ্চল, জয়ন্তী চক্রবর্তী, নাজিফা জান্নাত, তানজিম রাফি, আকিফ আহমেদ ও আরাফাত সাদকে। তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, ‘যে সাত জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের অপরাধ কী? তারা কেন গ্রেফতার হয়ে আছেন? তারা ২৬ তারিখের মশাল মিছিলের মাধ্যমে এদেশের মানুষের কাছে এক মুক্তির বার্তা নিয়ে যাচ্ছিলেন। তারা মিছিল করছিলেন লেখক মুশতাকের রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুর প্রতিবাদে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে, দেশকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে। আজ উচ্চ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছে। আমরা এই মিছিল থেকে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাই।’

সভাপতির বক্তব্যে আল কাদেরী জয় বলেন, ‘আজ ২০২১সালে সারা বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। এদেশের সকল সাধারণ জনগণ এই কারাগারে বন্ধী জীবন-যাপন করছে। বাংলাদেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পুলিশি রাষ্ট্র এবং কারাগার ভাঙা ছাড়া এদেশের মানুষের মুক্তি আসবে না। লেখক মুশতাকের রাষ্ট্রীয় হত্যার প্রতিবাদে আন্দোলনকারীদের আজ মুক্তি হলো না। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনও অভিযোগ আনতে না পেরে, একের পর এক মিথ্যা মামলা করছে। এদেশে খুনির জামিন হয়, ধর্ষকদের জামিন হয়; কিন্তু যারা ন্যায়ের পক্ষে আন্দোলন করে তাদের জামিন হয় না।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে যদি আমাদের কমরেডদের মুক্তি দেওয়া না হয়, আমরা আন্দোলনকারীরা বাংলাদেশ প্রত্যেকটি কারাগারে, প্রত্যেকটি আদালতে জায়গায় গড়ে নিবো। আমাদের এই আন্দোলন আরও বেশি দীর্ঘ হবে, আমাদের মিছিল আরও লম্বা হবে।’

সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাবকে সভাপতি জওহর লাল রয়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক নিশান, ছাত্র ইউনিয়েনর সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা।

আরও পড়ুন- 

মুশতাকের মৃত্যুতে প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, মধ্যরাতে বিক্ষোভ

মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন, অপমৃত্যুর মামলা

লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ

লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

/এনএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী