X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে কুবিতে

কুবি প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৭:১১আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৭:১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া। প্রথম দফায় হলগুলোতে অবস্থান করা আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। এছাড়াও পরবর্তীতে ভ্যাকসিনের আওতায় আনা হবে বিশ্ববিদ্যালয়টির অনাবাসিক শিক্ষার্থীদেরও। গতকাল বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এসব কথা জানান। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে এরই মধ্যে ভ্যাকসিনের জন্য আবাসিক হলে বসবাসরত শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও অনুলিপি জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট হলগুলোর প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের দুইজন হল প্রভোস্ট এই তথ্য নিশ্চিত করেছেন।  

ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো: জিয়া উদ্দীন বলেন, 'আমরা ৩ তারিখের মধ্যে তথ্য সংগ্রহের জন্য ডেটলাইন করেছি। তারপর এসব তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে রেজিস্ট্রার দফতরে জমা দেব।'

অন্যদিকে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো: এমদাদুল হক বলেন, 'দশ কার্যদিবসের ভেতরে হলের যে আবাসিক শিক্ষার্থীরা আছেন, তাদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ একটা ডাটাবেইজ রেজিস্ট্রার দফতরে  জমা দিতে বলা হয়েছে। যা পরবর্তীতে রেজিস্ট্রার দফতর থেকে ইউজিসিতে পাঠানো হবে।'

এদিকে শিক্ষার্থীদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্রের বিকল্প কিছু নেই বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের।

অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, 'ভ্যাকসিন পাওয়ার জন্য শর্ত হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট তাতেও ভ্যাকসিনের এন্ট্রির জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। তাই যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের সেটার ব্যবস্থা করতে হবে।'

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের আবাসিক হলে বসবাসরত শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর ও অনুলিপি জমা নেওয়ার জন্য অনুরোধ করা হয়৷

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন