রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাক থেকে ফেলে দিয়ে পোস্তগোলা ব্রিজের একজন টোল আদায় কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম প্রসেনজিৎ। বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
প্রসেনজিতের সহকর্মী আরমান মোল্লা জানান,বুধবার গভীর রাতে মাওয়া থেকে একটি ট্রেইলার ট্রাক পোস্তগোলা ব্রিজে আসে। সাড়ে ৭০০ টাকা টোল না দিয়ে ট্রাকটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রসেনজিৎ দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকে ওঠেন এবং চালকের কাছে টোলের টাকা চান। কিছু দূর যাওয়ার পর যাত্রাবাড়ীতে মাছের বাজার এলাকায় ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে চলন্ত ট্রাক থেকে প্রসেনজিতকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত প্রসেনজিৎ দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমপাড়ার বাসিন্দা প্রদীপের ছেলে। প্রতিদিনই তিনি কেরানীগঞ্জ থেকে পোস্তগোলায় এসে টোল আদায়কারী হিসেবে কাজ করতেন।