X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোমানকে ছাড়িয়ে আলো ছড়ালেন আলিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ২০:৪২আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:৪২

কাঁধের চোটে নিজের সেরাটা দিতে পারেননি দেশসেরা আর্চার রোমান সানা। সোনার পদকের লড়াই থেকে আগেই ছিটকে গেছেন। তার জায়গায় এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে সব আলো কেড়ে নিয়েছেন আব্দুর রহমান আলিফ। রিকার্ভ একক, দ্বৈত ও মিশ্রতে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন বিকেএসপির এই আর্চার।

কক্সবাজারে প্রতিযোগিতার শেষ দিনে ৫টি সোনা ও দুইটি রুপা নিয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছে আর্মি আর্চারি ক্লাব। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ পুরুষ এককে আলিফ ৭-৩ সেট পয়েন্টে হারান হাকিম আহমেদ রুবেলকে।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে আলিফ, প্রদীপ্ত চাকমা ও শেখ সজীব ৬-২ সেট পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আফজাল হোসেন, সাগর ইসলাম ও মিশাদ প্রধানের বিপক্ষে জয় পেয়েছেন।

মিশ্র দলগত বিভাগে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে আলিফ ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছেন পুলিশ আর্চারি ক্লাবের তামিমুল ইসলাম ও বিউটি রায় জুটিকে।

রিকার্ভ মহিলা এককের ফাইনালে ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেট পয়েন্ট ব্যবধানে হারিয়েছেন নাজমিন খাতুনকে। নাসরিন আক্তার ও রাবেয়া আক্তারকে সঙ্গে নিয়ে মেয়েদের দলগত রিকার্ভেও সোনা জেতেন মেহেনাজ। ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে নিয়ে গড়া বিকেএসপি দলকে হারান তারা।

এদিকে কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ আনসারের ঐশ্বর্য্য রহমান ১৪০-১৩৬ স্কোরে হারিয়েছেন বিকেএসপির হিমু বাছাড়কে।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ঢাকা আর্মি আর্চারি ক্লাবের সুস্মিতা বনিক ১৪৩-১৪১ স্কোরে নিজ ক্লাবের রোকসানা আক্তারকে হারিয়ে সোনা জিতেছেন। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে সোনার পদক এনে দেন রোকসানা আক্তার, সুস্মিতা বনিক ও তানিয়া রীমা। ২২১-২০৬ স্কোরের ব্যবধানে তারা হারিয়েছেন হুমায়রা খাতুন, রিতু আক্তার ও শিউলি আক্তারকে নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবকে।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতেছে অসীম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান ও ভানরুম বমকে নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব। তারা ২২৪-২১৬ স্কোরের ব্যবধানে হারিয়েছে ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে। আর্মির হয়ে খেলেছেন জাবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানা।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ঢাকা আর্মি আর্চারি ক্লাবের রোকসানা আক্তার ও মিঠু রহমান ১৪৯-১৪৭ স্কোরের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের অসীম কুমার দাস-হুমায়রা খাতুন জুটিকে হারিয়ে সেরা হয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!