নীলফামারীর ডিমলায় রিপা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপা উপজেলার ছাতনাই বালাপাড়া বসুনীয়া গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার ছাতনাই বালাপাড়া বসুনীয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
দুপুরে লাশের ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৩ মার্চ) গভীর রাতে সবার অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রিপা বেগম। অভাবের সংসারে উপায়ান্তর না পেয়ে তিনি ওই পথ বেছে নেন বলে এলাকাবাসী জানিয়েছে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, থানায় ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।