X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভিন্ন আঙ্গিকে নারী দিবস উদযাপন করলো ‘টিম গ্রুপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৭:৫৯আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:৫৯

নারীকে যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে স্বামীর হাত থেকে স্ত্রীকে সম্মাননা দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে ‘টিম গ্রুপ’ এবার উদযাপন করলো  নারী বিদস। ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২১’ উপলক্ষে শুক্রবার (৫ মার্চ) টিম গ্রুপ ‘প্রসূতি মায়ের যত্ন ও সম্মান-ভালো কর্ম পরিবেশের অবদান’, এই শিরোনামে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, শুরু থেকেই নারীর কল্যাণে কাজ করে যাচ্ছে ‘টিম গ্রুপ’। এবারের নারী দিবসের আয়োজনে টিম গ্রুপের ছয়টি পোশাক কারখানা থেকে মোট তিনশ’ জন প্রসূতিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

নারীদের কর্মক্ষেত্রের পাশাপাশি পারিবারিকভাবে যথাযথ সম্মান এবং মূল্যায়নের বিষয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নাকিব, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা খালেদা আক্তার জাহান, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহনাজ পারভীন (বিইপিজেডএ),পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাকিয়া নাসরিন শিখা।

অনুষ্ঠানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, ‘‘নারী মা, নারী মানুষ গড়ার কারিগর। নারীরা সমাজ এবং দেশে যে অবদান রেখে চলছের, তা নিঃসন্দেহে সম্মানের দাবিদার। সকল ক্ষেত্রেই নারীর অবদান সিংহ ভাগ। নারীদের যে কোনও কাজে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত । নারীদেরকে তাদের  কাজের স্বীকৃতি দিলে জাতি অনেক দূর এগিয়ে যাবে। নারীরা আমাদের চালিকা শক্তি। নারীই পারে একটি সুন্দর পৃথিবী গড়তে৷ আমাদের ‘টিম গ্রুপে’ শ্রমিক-মালিক সবাই একই পরিবারের সদস্য। সেভাবেই আমরা এখানে সকলকে মূল্যায়ন করি। ”

‘টিম গ্রুপ’র উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নাকিব বলেন, ‘আমরা ১৫ হাজার আটশ’ জনের একটি পরিবার। সবাই একসঙ্গে হাতে হাত রেখে একটি সুন্দর আগামীর স্বপ্নে কাজ করে যাচ্ছি। টিম গ্রুপে কর্মরত নারীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আলাদাভাবে স্থাপনা  তৈরি করা হচ্ছে। পাশাপাশি কর্মরত নারীদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দানের লক্ষ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছে টিম গ্রুপ।”

উল্লেখ্য, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসের এবারের প্রতিপদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সুন্দর সমতার বিশ্ব’। অন্যান্য দেশের মতো বাংলাদেশে নারী দিবস পালনে যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!