বগুড়ার আদমদীঘিতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে লাইলি বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিম পাশে মালশন গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী।
লাইলি বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মণ্ডলের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা ছেড়ে আসা চিলাহাটিগামী খুলনা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মালশন গ্রাম এলাকা অতিক্রম করছিল। এ সময় লাইলি বেগম রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনের চালক টের পেয়ে বার বার হর্ন দিলেও তিনি টের পাননি। এতে ট্রেনে কেটে তার মৃত্যু হয়। সান্তাহার জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি মনজের আলী জানান, লাইলি মানসিক রোগে ভুগছিলেন। অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।