X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শরিফুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ২০:১৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:১৮

বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। সফরকারী বাংলাদেশ দল সেখানে থাকায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা কাজ করছিল ক্রিকেট ভক্তদের। পর দিন অবশ্য সব দুশ্চিন্তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতাও। পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

কিউইদের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছে। ভূমিকম্পের কেন্দ্র শহর থেকে অনেক দূরে হওয়ায় এর কোনও প্রভাব পড়েনি। তাই নিয়ম মেনে শুক্রবার অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

অনুশীলনের পরে অবশ্য সেই সময়ের পরিস্থিতির কথা বর্ণনা করেছেন পেসার শরিফুল ইসলাম। ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানান তিনি, ‘আমি কেঁপে উঠেছিলাম। প্রথমে মনে করেছিলাম ঘটনাটা স্বপ্নে দেখছি। কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা ভূমিকম্প। তখন সত্যি করে বলতে আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

তবে পরে তাদের আশ্বস্ত করা হয় যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্পের কারণে এই অঞ্চলে সুনামি কোনও প্রভাব ফেলতে পারবে না, ‘পরে অবশ্য আমাদের জানানো হয় যে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্পের কারণে যে সুনামি সতর্কতা জারি করা হয়, তা এখানে প্রভাব ফেলতো না।’

গতকালের মতো এদিনও ক্রাইস্টচার্চের লিংকন গ্রিন মাঠে ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেন ক্রিকেটাররা। শরিফুল অনুশীলন নিয়ে বলেছেন, ‘যথারীতি আমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছি। আজকেও আমাদের মূল ফোকাস ছিল ফিল্ডিংয়ে। কোয়ারেন্টিনের শেষ দিন পর্যন্ত এভাবেই চলবে।’

বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পরেই বাংলাদেশ পরিপূর্ণভাবে ৫ দিনের অনুশীলনের ক্যাম্প করতে পারবে কুইন্সটাউনে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া