ভারতের উত্তর প্রদেশের পিলভিট সীমান্তে নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ২৬ বছরের ওই ব্যক্তির নাম গোবিন্দ সিং। ওই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও এখন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, নেপাল পুলিশের সঙ্গে কোনও বিষয়ে তিনজনের সংঘর্ষ হয়েছিল। গোবিন্দ ছাড়া বাকি দুই জনের নাম পাপ্পু সিং ও গুরমিত সিং বলে জানা গেছে। নেপাল পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের পর বিপুলসংখ্যক গ্রামবাসী ওই এলাকায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে। ভারতের পক্ষে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যালোচনা করেন। ঘটনাটি মাদক চোরাচালান সংক্রান্ত হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।
জানা গেছে, ওই ঘটনার পরে ভারত-নেপাল সীমান্তে প্রহরারত সশস্ত্র সীমা বল ‘এসএসবি’ জওয়ানদের সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেপাল পুলিশ বলছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওই ভারতীয় নাগরিক নিহত হয়েছে।
পিলিভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ বলেন, এসএসবি-র মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, কিছু লোকের ওপর নেপালি পুলিশ গুলি চালিয়েছে। এতে একজন নিহত হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্য কর্মকর্তারা নেপালি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ তাৎক্ষণিকভাবে বুঝে পায়নি ভারত। তবে তার মরদেহ ফিরিয়ে আনতে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।