X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ০২:০৭আপডেট : ০৬ মার্চ ২০২১, ০২:০৭

ছয় মাসের জন্য জামিনে মুক্তি পাওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) দুজন ডাক্তার তাকে দেখেছেন এবং আরও তিন জন চিকিৎসক শনিবার তাকে দেখবেন। এ বিষয়ে রবিবার তারা জানাবেন। বাংলা ট্রিবিউনকে শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন কিশোরের বড়ভাই আহসান কবীর।

কিশোরের বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে আহসান কবীর বলেন, ‘কিশোরের নাক ও কানে ক্ষত সৃষ্টি হয়েছে, চোখেও সমস্যা হচ্ছে। বাঁ পায়েও ব্যথা অনুভব করছেন, চলাফেরা করতে ভীষণ সমস্যা হচ্ছে। এছাড়া তার ডায়াবেটিস রয়েছে, যে কারণে সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে। চিকিৎসকরা কিশোরকে পরীক্ষা-নিরীক্ষা করছেন। রবিবার সকালে তারা পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আমাদের অবহিত করবেন। চিকিৎসকরা যে ধরনের পরামর্শ দেবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সেই সময়ই গণমাধ্যমকে এ বিষয়গুলো অবহিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘কিশোর গ্রেফতার হওয়ার পর থেকে আমরা কারাগারে তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। গত ২৩ ফেব্রুয়ারি আদালতে তোলা হলে সেই সময়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা হয়। তখনই গ্রেফতারের সময় নির্যাতনের বিষয়গুলো পরিবার অবহিত হয়।’

কারাগারের ভেতর পছন্দমতো চিকিৎসা সেবা পাওয়া অনেক দুরূহ ব্যাপার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জামিন আবেদনে সব সময়ই অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছিল। কিশোরকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে। সরকারের সব আইনি প্রক্রিয়ায় সহায়তা করবো। আইনি লড়াই চালিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে এখন আর কোনও উপায় নেই। সরকার যেদিন হাজির হতে বলবে আমরা সেদিন হাজির হবো। আমরা আমাদের কথা বলবো, সরকারি আইনজীবী তাদের কথা বলবেন। মাননীয় আদালত যে রায় দেবেন, আমরা তাই মেনে নেবো।’

ভাইয়ের সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘কিশোর এখন যে অবস্থায় রয়েছেন সে অবস্থা থেকে যত দ্রুত সম্ভব রিকভারি করবেন সেটাই আমাদের প্রার্থনা।’ এজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয় তার পরিবারের পক্ষ থেকে।

কিশোরের বরাত দিয়ে তার বড় ভাই আহসান কবীর আরও বলেন, ‘কিশোরকে ২০২০ সালের ২ মে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা নির্যাতনের পর ৫ মে র‌্যাব-৩ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখায়। ২ মে থেকে ৫ মে পর্যন্ত নির্যাতনের শিকার হন তিনি। এছাড়া কারাগারেও সুচিকিৎসা পাননি তিনি।’

উল্লেখ্য,  কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে থেকে গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের ৫ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি।

আরও পড়ুন:

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

কার্টুনিস্ট কিশোরের জামিন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষুব্ধ টিআইবি
লেখক মুশতাকের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনের
মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ১
লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

/আরটি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি