X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফেনীতে একটি ভবনে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ

ফেনী প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৪:৩৭আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৪:৩৭

ফেনীতে একটি ভবনে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) মধ্যরাতে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুলামিয়া বাইলেনের শফিক ম্যানশনের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মা ও এক মেয়েকে রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। আর এক মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলারও ক্ষতি হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা শনিবার (৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চম তলায় শুক্রবার রাত ১২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ফেনী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। আশপাশের লোকজনও এগিয়ে যান।

বিস্ফোরণে বাসায় থাকা মা মেহেরুন নেছা (৪০) ও তার দুই মেয়ে দগ্ধ হন। মা ও এক মেয়ে হাফসা ইসলামকে (১৫) ঢাকায় নেওয়া হয়েছে। ওই বাসার গৃহকর্তা প্রবাসী। এই বাসায় মা দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। বিস্ফোরণে বাসার জানালার গ্রিল ভেঙে গেছে। বারান্দার দেয়াল ভেঙে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। বাসার ভেতরে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আরএমও মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, ‘যে দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, তাদের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘ওই ভবনের বেশ ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। বাড়িটি বর্তমানে পুলিশি পাহারায় রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া