X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে নৌকায় ভোট চাইলেন পলক

নাটোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ২০:৪২আপডেট : ০৬ মার্চ ২০২১, ২০:৪২

চলনবিলসহ আশপাশের এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকার পর নৌকাকে বিজয়ী করায় চলনবিলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী ইউপি নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।

শনিবার (৬ মার্চ) বিকালে সিংড়া উপজেলার শহরবাড়ি ও কয়ড়াবাড়ি গ্রামে তিন কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে দুই কিলোরমিটার সাবমার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় চলনবিলে পায়ে হাঁটার সড়ক ছিল না। এমন পরিস্থিতিতে ২৬ বছর বয়সে চলনবিলবাসী আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান। এরপর জনগণের আশার প্রতিফলন ঘটাতে কাজ করি। এরই ধারাবাহিকতায় চলনবিলে একের পর এক উন্নয়ন কাজ বাস্তদবায়ন হয়েছে।

তিনি স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ বিনির্মাণে স্মরণীয় ভূমিকা রেখেছিলেন। এখন আবার তারই যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে পলক বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিল না। কারন তারা জনগণকে ভাওতাবাজি ছাড়া কিছু দিতে পারেনি।

তিনি বলেন, নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। বলা হয়, নৌকায় ভোট দিলে দেশ ভারত হবে, মাথায় টুপি থাকবে না। অথচ তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই মানুষ এসব কথা আর বিশ্বাস করে না। বর্তমানে সিংড়াসহ দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনা সরকার। এ অবস্থায় আগামী ইউপি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

ইউপি সদস্য আবু হানিফের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরফরাজ নেওয়াজ বাবু, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও ইউপি সদস্য বাবু।

এর আগে, প্রতিমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/টিটি/
সম্পর্কিত
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি