পাবনার ঈশ্বরদীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার নাম সেবা খাতুন (৪৫)। এঘটনায় গুরুতর আহত হয়েছেন তার শিশুকন্যা সুমাইয়া (৬) ও ছেলে মোটরসাইকেল চালক সাব্বির হোসেন (২৫)। তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার (৬ মার্চ) দুপুরে পাকশী-পাবনা আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর থেকে সাব্বির হোসন তার মোটরসাইকেলে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাটে তার মামাবাড়ি বেড়াতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সাহাপুর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইট বোঝেই একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই মোটরসাইকেল থেকে পাকা সড়কে ছিটকে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেবা খাতুনের মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।