X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভাষা শহীদদের নিয়ে শহীদুল হক খানের চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ০২:০৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:৪০

ভাষা শহীদদের নিয়ে নির্মিত হলো চলচ্চিত্র ‘একজন ভাষা সৈনিকের গল্প’।

পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও গীতিকবি শহীদুল হক খান। যেখানে ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ কাহিনি তুলে ধরা হয়েছে। রয়েছে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের ভূমিকা।

এতে ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক সুহৃদ জাহাঙ্গীর।

একাধিক নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও এবারই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করলেন সুহৃদ। ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয় করে তিনি যেমন আনন্দিত তেমনি গর্বিতও।

সুহৃদ জানান, সম্প্রতি চলচ্চিত্রটির দৃশ্য ধারণ সম্পন্ন হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যেখানে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাসকে।

শহীদুল হক খানের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ‘একজন ভাষা সৈনিকের গল্প’ চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে এডিটিং, ডাবিং, কালার গ্রেডিং, মিউজিক কম্পোজিশনসহ অন্যান্য কাজ। নির্মাণকাজ সম্পন্ন করে দ্রুতই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান লিভার ক্যানসারে আক্রান্ত নির্মাতা শহীদুল হক খান।

শহীদুল হক খান

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহেদ শরিফ খান, সুমনা সোমা, গাজী ফারুক, সুলতানা হায়দার, মনির হোসেন টিপু, নাসিম আনোয়ার, ছোঁয়া বণিক, শাহাদাত হোসেন নিপু, সানজিদা মৌ, কামাল মিনা প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান