দেশে গত ২৪ ঘণ্টায় (৬ মার্চ সকাল ৮টা থেকে ৭ মার্চ সকাল ৮টা) করোনা শনাক্ত হয়েছেন ৬০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জন। রবিবার (৭ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সেই হিসাবে করোনা সংক্রমণের এক বছর পূর্ণ হওয়ার আগের দিন সাড়ে পাঁচ লাখ রোগী ছাড়িয়ে গেলো দেশে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এ পর্যন্ত মারা গেছেন আট হাজার ৪৬২ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ তিন হাজার তিন জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৩ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৫৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৬৩৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৫৭১টি।
দেশে বর্তমানে ২১৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১১৮টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৯টি পরীক্ষাগারে এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৭২টি পরীক্ষাগারে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী দুই জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩৯৭ জন এবং নারী মারা গেছেন দুই হাজার ৬৫ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৪০ শতাংশ।
মারা যাওয়া ১১ জনের মধ্যে ষাটোর্ধ্ব সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন একজন।
বিভাগ বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ছয় জন, চট্টগ্রাম বিভাগের চার জন এবং খুলনা বিভাগের আছেন একজন।
তারা সবাই হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯০২ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ৯৭ জন, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আছেন দুই জন করে, খুলনা বিভাগের আছেন ছয় জন, রাজশাহী বিভাগের আট জন এবং সিলেট বিভাগের আছেন ১৮ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যুক্ত হয়েছেন ৩১৯ জন, ছাড়া পেয়েছেন ৩১৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৩০ হাজার ৯৮৫ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৯৯ হাজার ১৮৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ৮০০ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪৫ জন, ছাড়া পেয়েছেন ৩৬ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ৯০৫ জন, ছাড়া পেয়েছেন ৯১ হাজার ১৯১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৭১৪ জন।