X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নতুন প্রজন্মের প্রকৃত ইতিহাস জানার অধিকার রয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ২১:২৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ২২:০৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা নতুন প্রজন্ম আছে, তাদের প্রকৃত ইতিহাস জানার অধিকার রয়েছে। দেশের সবচেয়ে বড় এবং স্বাধীনতার ঘোষকের দল হিসেবে সত্যিকার অর্থে প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও সরকার একদলীয় ধারণা এই জাতির ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

রবিবার (৭ মার্চ) বিকালে জাতীয় প্রেস ক্লাবে দলের ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘প্রথম যেদিন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলি, তখন সাংবাদিকরা আমাদের প্রশ্ন করেছিলেন ‘আমরা কেন এই দিবসটি পালন করছি?’ স্বাধীনতা কি একা আওয়ামী লীগের না কোনও ব্যক্তির। স্বাধীনতা সমগ্র দেশের মানুষের। স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আমাদের লক্ষ লক্ষ মানুষ। সুতরাং, এটাকে স্মরণ করে স্বাধীনতার মূল চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া—এটা বিএনপির দায়িত্ব। সেই কারণে আমরা এই কাজগুলো করছি।’’

তিনি বলেন, ‘৭ মার্চ একটি দিন, ২৬ মার্চ এটা আরেকটি দিন। কিন্তু তার আগে দীর্ঘকাল ধরে এই দেশের মানুষ স্বাধীনতার আন্দোলনের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুদ্ধ কেবল একদিন, দুই দিন, তিন দিনের নয়।’

আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই নতুন প্রজন্মকে ইতিহাস থেকে থেকে বঞ্চিত করছে। একটা ভ্রান্ত ইতিহাসের ধারণা দিচ্ছে। একটি মাত্র দল এক ব্যক্তি আর একটা গোষ্ঠী বা পরিবার যারা এ দেশের সবকিছুই এনে দিয়েছে বলে বলা হয়। সেই ধারণা কতটা সত্য, তা তুলে ধরতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘যারা ইন্টারনেটে সার্চ করেন, সেখানে দেখবেন উঠে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তার এই ঘোষণায় সমগ্র জাতিকে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। আজকে অস্বীকার করার তো উপায় নেই, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচেতনভাবে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা সবকিছুর সঙ্গে বেইমানি করে গণতন্ত্র কেড়ে নিয়েছে এই সরকার।’

/এসএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!