রাজধানীর ডেমরার সারুলিয়ায় কাবিননামা না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমানে সুমাইয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ ফ্যানের সাথে ওড়না দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।
রবিবার (৭ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ওমর ফারুক জানান, আমদের ছয় মাস আগে বিয়ে হয়। প্রায় সময় আমার সঙ্গে কাবিননামা নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাবিননামা বাসায় নিয়ে আসি। কাবিননামা চাইলে না দেওয়ায় অভিমানে বাসায় রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি করলে দরজা না খুললে পরে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সুমাইয়ার গ্রামের বাড়ি নোয়াখালী। তারা ডেমরা সারুলিয়ার একটি তিন তলা বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।