X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করলো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১০:৩১আপডেট : ০৮ মার্চ ২০২১, ১০:৩১
image

মিয়ানমারে সহিংসতা এবং নিহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি বাতিল করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বেসামরিক মানুষের ওপর সহিংসতা চালানো থেকে বিরত থাকতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। নাগরিক অসহযোগ আর নিয়মিত বিক্ষোভে অচল হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিক্ষোভ দমনে সামরিক সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অর্ধশতাধিক নিহতের কথা জানা গেছে। বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও জোট ইতোমধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়ান বলেন, ‘আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ধৈর্য্য ধারণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালানো থেকে বিরত থাকার আহ্বান অব্যাহত রাখছি।’

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক যুদ্ধ সংক্রান্ত নয় এমন বিষয়গুলোতে সীমাবদ্ধ ছিলো। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা বিরোধী অভিযানের পরও ওই সম্পর্ক চালিয়ে যায় অস্ট্রেলিয়া।

লন্ডনভিত্তিক বার্মা ক্যাম্পেইনের নির্বাহী পরিচালক আন্না রবার্টস বলেন, ‘অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত এমন একটি প্রশিক্ষণ কর্মসূচির অবসান ঘটিয়ে যা প্রথমেই শুরু করা ঠিক হয়নি।’ তিনি বলেন, আরও ১২টি দেশ মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে। মিয়ানমারের সেনাবাহিনীকে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারাই দেশটির সামরিক কর্তৃপক্ষের পক্ষ নিচ্ছে। আর এই সেনাবাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে।

মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ১২টি দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তান ও ইউক্রেন রয়েছে বলে জানায় বার্মা ক্যাম্পেইন। আন্দোলনকারীরা মিয়ানমারের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন।

/জেজে/
সম্পর্কিত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
লোকসভা নির্বাচনের আগে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল
সর্বশেষ খবর
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’