X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে আনসার সদস্য ও রংপুরে শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহ ও রংপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৪:০৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:১০

ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) কর্মরত শশ্রী নয়ন মোদক (২৮) নামের এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রংপুরের বদরগঞ্জে দেড় মাস বয়সী শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি জানান, সোমবার (৮ মার্চ) সকাল ৬টার সময় বিনার পেছন গেটে আনসার বক্সে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শশ্রী নয়ন মোদকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিনার নিরাপত্তা পরিদর্শক ছিদ্দিকুর রহমান জানান, ফজরের নামাজের পর সাকলণ ৬টার দিকে বিনার ডিউটিরত অপর আনসার সদস্য জামিল হোসেন নয়ন মোদকের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে নয়নের মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত আনসার সদস্য নয়নের গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। নয়ন গত বছরের ১৫ ডিসেম্বর বিনায় আনসার সদস্যের দায়িত্বে যোগদান করেন।

নয়ন মোদকের মৃতদেহ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে নয়ন মোদকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

অন্যদিকে সোমবার (৮ মার্চ) সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের একটি পুকুর থেকে দেড় মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা মায়ের দাবি এটা জিনের কাজ। তারা শিশুটিকে নিয়ে গিয়ে বাসার অদূরে পুকুরে ফেলে দিয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ শিশুটির পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।

শিশুটির লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি জানান, বানিয়া গ্রামের হামিদুল হক ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের পঞ্চম ছেলে সন্তান দেড় মাস আগে জন্ম হয়েছে। তাদের পর পর চারটি ছেলে সন্তান হওয়ায় আশা করেছিলো এবার তাদের মেয়ে সন্তান হবে। কিন্তু এবারেও ছেলে সন্তান হওয়ায় মা-বাবা দুজনেই হতাশ ছিল। মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি পুকুরে দেড় মাস বয়সী এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহত শিশুটির মা ফরিদা ইয়াসমিন জানান সোমবার রাতে শিশুটিকে বিছানায় ঘুম পাড়িয়ে ঘরের কাজ করছিলেন। কাজ শেষে রাত সাড়ে দশটার দিকে ঘরে গিয়ে দেখেন শিশুটি নেই। অনেক খোঁজ করেও শিশুটির কোনও সন্ধান পাননি তারা। তার দাবি জিন-ভুত এ ধরনের কাজ করে থাকতে পারে। শিশুটির বাবা হামিদুল হকেরও একই দাবি।

ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় শিশুর বাবা ও মাকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন