X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নারী দিবসে নাগরিকত্ব পেলেন ব্রিটিশ নাগরিক লুসি

বরিশাল প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৭:৫২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৮:০৯

আন্তর্জাতিক নারী দিবসের বাংলাদেশি নাগরিকত্ব স্বীকৃতি দিয়ে সম্মান জানানো হলো মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা দেওয়া বরিশালে বসবাসরত ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় বরিশাল নির্বাচন অফিসের পক্ষ থেকে সোমবার (৮ মার্চ) দুপুরে লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশি নাগরিকত্ব স্বীকৃতি ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একইসঙ্গে জেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে লুসি হেলেনকে বয়স্ক ভাতার একটি বই দেওয়া হয়।

এ উপলক্ষে সার্কিট হাউসের ধানসিঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল। তিনি লুসি হেলেন ফ্রান্সিস হল্টের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মারুফ হোসেন, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন ও সনাক সভাপতি শাহ সাজেদা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফরে এসে দীর্ঘদিন থেকে নগরীর অক্সফোর্ড মিশনে বসবাস করা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের হাতে মাল্টিপল ভিসাসহ পাসপোর্ট তুলে দিয়েছিলেন। ওইদিন তাকে স্থায়ীভাবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয়ের সভায় লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৩০ সালের ১৬ ডিসেম্বর ইংল্যান্ডের সেন্ট হ্যালেন্সে জন্ম লুসির। ১৯৬২ সালে ৩০ বছর বয়সে সেবায়েত হিসেবে বরিশাল অক্সফোর্ড মিশন হাসপাতালে আসেন তিনি। এরপর আর দেশে ফেরা হয়নি তার।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান