X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কলেজ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৮:০২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৮:২২

জামালপুরে কলেজ ছাত্রীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণ করায় রুবেল (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

রবিবার (৮ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক, জেলা জজ এম আলী আহমদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত রুবেল রাজশাহী জেলার মোহনপুর থানার আতা নারায়ণপুর গ্রামের সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন জানান, ওই ছাত্রী (১৬) স্থানীয় একটি মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়াকালে তাদের দূর সম্পর্কের আত্মীয় রুবেল রাজশাহী থেকে মাঝেমধ্যে তাদের বাসায় বেড়াতে আসতেন। এরমধ্যে রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই ছাত্রীর। এভাবে রুবেল ২০০৯ সালের ৫ আগস্ট তাদের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে বাড়ি থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পর ওই ছাত্রীও কেনাকাটার জন্য শহরের কথাকলি মার্কেটে যান। তারপর বিয়ের কথা বলে কৌশলে কিশোরীকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায় রুবেল। সেখানে তাকে বিয়ে না করে নিজবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই বছরের ১২ আগস্ট জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীটির মা। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যায়। মাসাধিককাল পর রুবেলের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সেই সঙ্গে রুবেলকেও গ্রেফতার করা হয়।

সেই মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছিলেন আইনজীবী মো. আকরাম হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন জাহিদ আনোয়ার।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি