X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তালাকের টাকা না দেওয়ায় স্ত্রীকে ৭ টুকরা করে জুয়েল

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৮ মার্চ ২০২১, ১৮:২৫আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:১৪

ঢাকার গাজীপুরে স্বামীর হাতে খুন হওয়া গৃহবধূ রেহানা আক্তারের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পশ্চিম মেরুয়াখলা গ্রামে। চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্বামী জুয়েলের ফাঁসির দাবি করেছেন এলাকাবাসী।

সরেজমিন জানা যায়, কিছু দিন আগে রেহানার স্বামী জুয়েল সলুকাবাদ ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের তাছলিমা আক্তারকে বিয়ে করে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য দ্বিতীয় স্ত্রী রেহানার বড় বোন নূরজাহানের মাধ্যমে পরিবারের কাছে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করে সে। এই টাকা দিতে না পারায় রেহানাকে নির্মমভাবে হত্যা করে লাশ সাত টুকরো করে স্বামী জুয়েল।

রেহানা

সোমবার (৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মেরুয়াখলা গ্রামে গিয়ে দেখা যায় স্বজনরা রেহানার লাশের অপেক্ষা করছেন। পশ্চিম মেরুয়াখলা গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেক ও দিলারা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে যমজ হোসেন শহীদ ও রেহানা আক্তার। একই উপজেলার পলাশ ইউনিয়নের কাঁচিরগাতি গ্রামের জুয়েলের বড় ভাইয়ের সঙ্গে রেহানার বড় বোন নূরজাহানের বিয়ে হয় কয়েক বছর আগে। আত্মীয়তার সূত্রে এক সন্তানের জনক তালাতো ভাই জুয়েল রেহানাদের বাড়িতে আসা-যাওয়া করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের লোকজন তাদের এ সম্পর্ক থেকে ফিরে আসার আহ্বান জানায়। কিন্তু কারও কথা না শুনে রেহানা ও জুয়েল সম্পর্ক চালিয়ে যেতে থাকে।

৮ মাস আগে রেহানা এক সন্তানের জনক জুয়েলের হাত ধরে পালিয়ে যায়। পরে তারা ঢাকায় বিয়ে করে গার্মেন্টসে চাকরি নেয়। রেহানার বড় বোন নূরজাহান বেগম জানান, জুয়েল ফোন করে বলে বড় বউকে তালাক দেওয়ার জন্য মোহরানা বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করতে হবে। এ টাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সে। রেহানার বাবা মা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর কারও সঙ্গে কোনও যোগাযোগ করেনি রেহানা ও তার স্বামী জুয়েল।

স্বজনদের আহাজারি

রেহানার লাশ গ্রহণ করতে ঢাকার গাজীপুর রয়েছেন তার যমজ ভাই হোসেন শহীদ। তিনি জানান, ময়নাতদন্ত শেষে তারা লাশ গ্রহণ করে বাড়ি নিয়ে আসবেন।

উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকার ভাড়া বাসায় গত ৪ মার্চ দুপুরে কলহের জের ধরে প্রথমে জুয়েল রেহানাকে মারপিট করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে মারা গেছে ভেবে ছুরি দিয়ে দেহ ৭ টুকরো করে বস্তায় ভরে ময়লার স্তূপে ফেলে দেয়। জুয়েলের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ জুয়েলকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যে রেহানার বিচ্ছিন্ন দুই পা, মাথা, হাত উদ্ধার করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা রেহানার ভাই হোসেন শহীদ বাদী হয়ে দায়ের করেছেন। পুলিশ জুয়েলকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার বলেন, ঘটনাস্থল গাজীপুরে। সেখানে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে বিশেষ কিছু করার নেই।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি