X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশে করোনার ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২২:২০আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেশেই একদিন সফলভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন সম্ভব হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতকে অবহেলা করা ঠিক না। স্বাস্থ্য খাতে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে।’

স্বাস্থ্য খাত ঠিক না থাকলে অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বে ১২ ট্রিলিয়ন ডলার, বাংলাদেশে কমপক্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।’

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ‘শুরুতে করোনাভাইরাসের চিকিৎসা সম্পর্কেই জানা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত ও যথাযথ নির্দেশনার কারণেই করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় করোনাভাইরাস মোকাবিলার জন্য মাত্র ১৫ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে কয়েক হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেওয়া সম্ভব হয়েছিল।’

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘‘এই ‘নটোরিয়াস’ ভাইরাস মোকাবিলায় গবেষণা বড়াতে হবে। প্রয়োজনীয় সহায়তা পেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কার্যক্রম শুরু করা হবে।’’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনার এক বছরে সরকারের ‍গৃহীত কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন—সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জুলফিকার আহমেদ আমিন প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি সাংবাদিক জান্নাতুল বাকিয়া কেকা ও সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা