X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা হাতানো: বেরোবির ৩ কর্মকর্তা বরখাস্ত

রংপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২৩:৪৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২৩:৪৯

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ায় সরাসরি জড়িত থাকার দায়ে দুই কর্মকর্তাকে সাসপেন্ড ও এক কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (৭ মার্চ) ঢাকার লিয়াজোঁ অফিসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবন নির্মাণ কাজে দায়িত্বহীনতাসহ বিভিন্ন অভিযোগে নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার এ সংক্রান্ত খবর বাংলা ট্রিবিউনে প্রকাশিত হলে রংপুরসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনা তদন্তে সহকারী প্রভোস্ট মাসুদুর রহমানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তাকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেওয়া হয়। তদন্ত শেষে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রতিবেদন দাখিল করার পর সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার মরিুজ্জামান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কম্পিউটার অপারেটর শেরেজামান সম্রাটকে সাময়িক বরখাস্ত করা হয় এবং মাস্টাররোল কর্মচারী গুলশান আহমেদ শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

অন্যদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবন নির্মাণ কাজে দায়িত্বহীনতাসহ বিভিন্ন অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

তবে এ ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি ফিরোজুল ইসলাম জানিয়েছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে চাকরিচ্যুত করা মৌলিক অধিকার ও আইনের পরিপন্থি। তিনি বলেন, ‘ইউজিসি বিশ্ববিদ্যালয়ের ওই দুটি ভবন নির্মাণকাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত নকশা পরিবর্তন এবং প্রকল্প ব্যয় দ্বিগুণ বৃদ্ধিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় উপাচার্যকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেখানে ইউজিসির তদন্ত কমিটি নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে দায়ী করেনি, এমনকি তার সম্পর্কে একটি শব্দ লেখেনি। অথচ অন্যায়ভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হলেও দুদক তদন্ত করে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছে। অন্যদিকে, তাকে এর আগে সাসপেন্ড করার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। সেখানে তাকে সাসপেন্ড আদেশের বিরুদ্ধে স্টে অর্ডার দিয়েছেন হাইকোট।’ এতকিছুর পরেও ক্ষমতার দাপট দেখিয়ে চাকরিচ্যুত করার অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তিনি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন জরুরি সভা আহ্বান করেছে বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া