X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকারকর্মীদের সংঘর্ষ, আহত ৮১

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৪:২২আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৪:৩০
image

মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকারকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (৮ মার্চ) দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রধান শহর জোকালোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক পদযাত্রার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের ৮১ জন আহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে নারী হত্যা ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রায় অংশ নেন নারী অধিকারকর্মীরা। সোমবার প্রায় ১ হাজার নারী এবং তাদের কয়েকজন কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন। সে সময় একটি মেয়েকে ‘তারা আমাকে হত্যা করেনি, কিন্তু আমি ভয়ে থাকি’ লেখা সংবলিত ব্যানার হাতে দেখা যায়। এক পর্যায়ে ভিড়ের মধ্য থেকে কয়েকজন হাতুড়ি ও লাঠি নিয়ে ন্যাশনাল প্লাজার আশপাশের কয়েকটি ধাতব লোহার বেড়া টেনে নামিয়ে ফেলেন।

বিক্ষোভকারীদের পদযাত্রার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ন্যাশনাল প্লাজা এলাকায় প্রবেশ বন্ধে কয়েকজন পুলিশ ঢাল ব্যবহার করেন। দেশটির এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীরা কয়েকজন পুলিশ সদস্যের ঢালে আগুন ধরিয়ে দেন। যদিও সেই আগুন তাৎক্ষণিকভাবে নেভানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। বিবিসির হিসাব অনুযায়ী, এতে অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা ও চারজন বিক্ষোভকারী আহত হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সবমিলে অন্তত ৮১ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এদের মধ্যে ৬২ জনই পুলিশ সদস্য। বাকি ১৯ জন বেসামরিক মানুষ।

মেক্সিকো সিটিতে নারী অধিকারকর্মী ও পুলিশের মধ্যে প্রায়শই সংঘর্ষ হয়। নারীবাদীদের মতে, সরকারের মনোযোগ আকর্ষণের জন্য সহিংস হওয়ার বাইরে পথ থাকে না।

মেক্সিকোতে নারী নির্যাতনের ঘটনাগুলো উপেক্ষা করায় দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরকে দুষছেন নারী অধিকার কর্মীরা। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ২০২০ সালে সেখানে অন্তত ৯৩৯ জন নারী সহিংসতার শিকার হয়েছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা