X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১৭:৪৮আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৭:৪৮

করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি সেলিমা আহমাদ এই প্রস্তাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন। এ সময় এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া ও ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সেলিমা আহমাদ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন। বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বিবেচনা ও পর্যালোচনা করে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট অন্তর্ভুক্তির জন্য ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে— নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা, ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা, কোভিড -১৯ মহামারির কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের বাইরে ৪ শতাংশ সুদে ঋণ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের ওপর মূসক অব্যাহতি ও  ঘোষণাটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং নারী উদ্যোক্তাদের জন্য আমদানি করা মেশিনারির ওপর আরোপিত আমদানি কর হ্রাস করা।’

সেলিমা আহমাদ বলেন, ‘বিডব্লিউসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, গত বছরের ন্যায় এ বছরও বিডব্লিউসিসিআইর প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে সরকার।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি