X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবার সব্যসাচী-ফাখরুল, এবারের সিনেমা ‘জেকে ১৯৭১’

সুধাময় সরকার
১০ মার্চ ২০২১, ০১:২৭আপডেট : ১০ মার্চ ২০২১, ১৫:০৫

আবারও কলকাতার কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে মাঠে নামছেন ঢাকার নির্মাতা ফাখরুল আরেফীন খান। এবার দুজনে মিলিত হচ্ছেন ‌‘জেকে ১৯৭১’ নামের একটি ঐতিহাসিক ছবি নির্মাণের লক্ষ্যে।

এর আগে দুজনে মুগ্ধতা ছড়িয়েছেন ‘গণ্ডি’ চলচ্চিত্র দিয়ে।

তাদের এবারের চলচ্চিত্রটির প্রেক্ষাপট সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে ঘটেছিল একটি বিমান ছিনতাইয়ের ঘটনা। যে ছিনতাইয়ের পেছনে ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। ঘটনাটি স্বাধীনতার ৫০ বছরেও সে অর্থে প্রকাশিত নয়। আজও বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বের স্বীকৃতি পাননি সেই ঘটনার মূল নায়ক ফ্রান্সের তরুণ জ্যা কুয়ে

মূলত সেই অভাববোধ থেকেই ‘ভুবন মাঝি’-খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান নির্মাণের উদ্যোগ নেন ‘জেকে ১৯৭১’। যার অন্যতম দুটি চরিত্র- বিমানের পাইলট হিসেবে থাকছেন সব্যসাচী চক্রবর্তী আর জ্যা কুয়ে হিসেবে অভিনয় করছেন ‘জুলফিকার’ অভিনেতা শুভ্র সৌরভ দাশ।

৯ মার্চ রাতে ফাখরুল আরেফীন খান রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ছবিটি সম্পর্কে গণমাধ্যমকে জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপহার হিসেবেই ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। এপ্রিল থেকে কলকাতার দুর্গাপুরে টানা শুটিং হবে। এটি মুক্তি দেওয়া হবে ৩ ডিসেম্বর, ২০২১। কারণ, ১৯৭১ সালের একই দিনে বিমান ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল।

ফাখরুল বলেন, ‘১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যা কুয়ে পাকিস্তানের পিআইএ-৭১১ বিমানটি যাত্রীসহ ছিনতাই করেছিলেন। সেদিন কুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন। কী ঘটেছিল বিমানের ভেতরে। পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে আনতে চাই।’ নির্মাতার (বামে) সঙ্গে সংবাদ সম্মেলনে আগত অতিথিরা

আরও বলেন, ‘এটা আমাদের গড়াই ফিল্মসের প্রথম আন্তর্জাতিক কাজ। পুরো ছবি নির্মাণ হচ্ছে ইংরেজি ভাষায়। বাংলায় সাবটাইটেল থাকবে। তবে ছবিটি মুক্তি দিতে চাই বিশ্বজুড়ে একসঙ্গে।’

জানান, পুরো ছবিতে রয়েছে ৩৬টি চরিত্র। যার বেশিরভাগই থাকছে ভারতের। কারণ, এখানের প্রায় সবগুলো চরিত্রই পাকিস্তান ও ফ্রান্সের। ফলে ভাষা ও শারীরিক গঠনের ওপর ভিত্তি করে অভিনয় শিল্পীদের চূড়ান্ত করতে হচ্ছে।

ফাখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য সাবজেক্ট আছে ছবি নির্মাণের। তবে আমার কাছে মনে হয়েছে এটা একেবারেই আলাদা এবং সবচেয়ে অবহেলিত একটি ঘটনা। অথচ এর ব্যাপ্তি অসামান্য। এই ঘটনাটি নিয়ে ৫০ বছরের যে নীরবতা দেখেছি, সেটা ব্রেক করতে চাই এই সিনেমার মাধ্যমে। এই বিমান ছিনতাইয়ের ঘটনাটিকে তথাকথিত ক্রাইম বিবেচনা করে ফ্রান্সের তরুণ জ্যা কুয়েকে আমরা আজও মুক্তিযুদ্ধের বন্ধু ঘোষণা করতে পারিনি। এ বিষয়টি আমাকে নাড়া দিয়েছে।’

‘জেকে ১৯৭১’-এর চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। এতে থাকছে একটি মাত্র গান। ইংরেজিতে রচিত এই গানটি লিখেছেন ও গেয়েছেন সোলস ব্যান্ডের নাসিম আলী খান। আর পুরো ছবিটির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন পার্থ বড়ুয়া।

জ্যা কুয়ে সম্পর্কে আরও বিস্তারিত

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!