X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নীরব সমর্থক চীন-রাশিয়া-ভারত?

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২১, ২০:৩৯আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:২৪
image

সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে মিয়ানমারের বিরুদ্ধে একটি বিবৃতি দিতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির সেনাবাহিনীকে দমন-পীড়ন বন্ধের আহ্বান জানানো এবং তাদের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণের হুমকি দেওয়ার প্রসঙ্গও ছিল ওই বিবৃতিতে। তবে মঙ্গলবার চীন-রাশিয়া-ভারত ও ভিয়েতনাম সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিতে অস্বীকার করার কারণে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় পরিষদ। অবশ্য আলোচনা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন কূটনীতিকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবারের খসড়া বিবৃতিটি হাতে পেয়েছে রয়টার্স। তাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পাশাপাশি বলা হয়, মিয়ানমারের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে নিরাপত্তা পরিষদ। দেশটির বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণে পরিষদের প্রস্তুতির কথাও উল্লেখ করা হয় এতে। গত শুক্রবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের পর নিরাপত্তা পরিষদে ওই খসড়া বিবৃতি নিয়ে আলোচনা শুরু হয়।

মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো বিবৃতিটির প্রাথমিক খসড়া তৈরি করে যুক্তরাজ্য। তবে মঙ্গলবার রাতে এটি চূড়ান্ত করার আগে সংশোধনী আনতে বলে চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনাম। এসব দেশের পক্ষ থেকে সামরিক অভ্যুত্থানের নিন্দা ও জান্তার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকির প্রসঙ্গ দুটি বাদ দিতে বলা হয়। উল্লেখ্য, এ ধরনের বিবৃতি দিতে হলে পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রকে একমত হতে হয়। সেই ঐকমত্য না হওয়ায় বিবৃতি দিতে ব্যর্থ হয় জাতিসংঘ।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক সংকট শুরু হয়। অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়েছে সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনাবাহিনীর অভিযোগ, গত নভেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জয় পেয়েছে এনএলডি। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশটিতে বর্তমানে জান্তা শাসকদের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। এরইমধ্যে সহিংস এ বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ৬০ জনেরও বেশি।

অভ্যুত্থানের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়ে এবং গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গত মাসে বিবৃতি দেয় নিরাপত্তা পরিষদ। চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে সেই বিবৃতিতেও সেনা অভ্যুত্থানের নিন্দা জানানো হয়নি। সর্বশেষ বিবৃতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার আগে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, ‘এমন বিবৃতি দেওয়ার জন্য প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিজস্ব ও সম্মিলিত ভূমিকা রয়েছে। নিরাপত্তা পরিষদের কাছ থেকে আমরা সব সময় জোরালো কণ্ঠ ও শক্ত পদক্ষেপ আশা করি।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ