X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুপ্রিম কোর্ট বারের ভোট সম্পন্ন, গণনা শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২০:১৮আপডেট : ১১ মার্চ ২০২১, ২০:১৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২) দুই দিনব্যাপী নির্বাচনে বৃহস্পতিবার (১১ মার্চ) শেষ দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে মোট ৭ হাজার ১২২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৩ জন তাদের ভোটাধিকার নিশ্চিত করেছেন। আর প্রথম দিন ভোট দিয়েছেন ২ হাজার ৮২৩ জন। অর্থাৎ দুদিনে মোট ৫ হাজার ৬৭৬ জন ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার অনিক আর হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে।’

সমিতির একটি সভাপতি, দুটি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক ও সাতটি সদস্য পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন।  

সাদা প্যানেলের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীরা হলেন— সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো. আলী আজম, সম্পাদক পদে আবদুল আলীম মিয়া, সহ-সম্পাদক সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম। আর ৭ জন সদস্য পদে প্রার্থীরা হলেন— মিন্টু কুমার মন্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ, মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান রোমান।

নীল প্যানেলের (বিএনপি-জামায়াত সমর্থিত) প্রার্থীরা হলেন— সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, সহ-সভাপতি পদে জয়নাল আবেদীন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব। সদস্য পদের প্রার্থী হয়েছেন— মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ।

বিএনপির ‘বিদ্রোহী’ প্যানেলের প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে নাহিদ সুলতানা ও সাবিনা ইয়াসমিন লিপি, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন খান সম্রাট, সহ-সম্পাদক জুলফিকার আলী জুনু ও মো. সুলতান মাহমুদ প্রার্থী হয়েছেন। আর সদস্য পদের প্রার্থীরা হলেন— শাফিউর রহমান শাফি, মো. মুনির হোসেন, একেএম মুক্তার হোসেন, মহিত উদ্দিন জুবায়ের, আকবর হোসেন, ওয়ালিউর রহমান শুভ ও নাজমুল হাসান।

লাল প্যানেলের (বাম সমর্থক) প্রার্থীরা হলেন— সভাপতি পদে কেএম জাবির, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সম্পাদক পদে গিয়াস উদ্দিন চৌধুরী,সহ-সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান তপাদার প্রার্থী হয়েছে। আর সদস্য পদে প্রার্থী হয়েছেন- শহিদুল হক, এসকেএম আনিসুর রহমান খান ও জহিরুল আলম বাবর।

এছাড়াও রাজনৈতিক পরিচিতির বাইরে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ প্রার্থী হয়েছেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!