X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিতর্কিত অভিষেক: ২৫ প্রেক্ষাগৃহে নায়িকা দীঘি

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২১, ০০:৩২আপডেট : ১২ মার্চ ২০২১, ১৫:৫৮

শুক্রবার (১২ মার্চ) দেশের ২৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এবং দীঘি অভিনীত বিতর্কিত ছবি ‘তুমি আছো তুমি নেই’।

মুক্তির আগেই ছবিটির পোস্টার, ট্রেলার, নায়িকা দীঘির নেতিবাচক মন্তব্য আর পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর মানহানির মামলার ইস্যু নিয়ে তুমুল শোরগোল বাধে ঢালিউডে। যদিও অনেকেই বিষয়টিকে বলছে চলচ্চিত্রটির প্রচারণার কৌশল হিসেবেই এসব ঘটনা ঘটেছে!

তবে চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালক বলছেন, এর সঙ্গে প্রচারণার কোনও সংযোগ নেই। বরং ছবির পজিটিভ প্রচারণা বাদ দিয়ে একে অপরের সম্মানহানি করার প্রতিযোগিতায় নেমেছেন নায়িকা দীঘি।

সমালোচিত দীঘি, হিরো আলমের কড়া জবাব!

এদিকে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, রাজধানীর আনন্দ, চিত্রামহল, বিজিবি, সেনা সিনেমাসহ দেশের ২৫টি প্রেক্ষাগৃহে ছবিটি আজ (১২ মার্চ) মুক্তি পাচ্ছে। আরও অনেক প্রেক্ষাগৃহ ছবিটি নেওয়ার আগ্রহ দেখালেও প্রথম সপ্তাহে এর বেশি হলে ছবিটি দিতে চাইছেন না প্রযোজক ও অভিনেত্রী সিমি ইসলাম কলি।

এতে দীঘির বিপরীতে নায়ক হিসেবে আছেন আসিফ ইমরোজ।

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল দীঘির। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। নায়িকা হিসেবে তার অভিষেক হচ্ছে ‘তুমি আছো তুমি নেই’ দিয়ে।

দীঘি ও তার বাবার বিরুদ্ধে কোটি টাকার মামলা!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’