X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের সূচকে বাংলাদেশের পেছনে ভারত

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২১, ১৯:৪৪আপডেট : ১২ মার্চ ২০২১, ১৯:৪৪

গণতন্ত্রের সূচকে ভারতের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট (ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট) ‘অটোক্রেটাইজেশন টার্ন ভাইরাল’ (স্বৈরাচারীকরণ এখন ভাইরাল) শিরোনামের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি সুইডেন থেকে প্রকাশিত লিবারেল ডেমোক্র্যাসি ইনডেক্সে পাকিস্তান, ভুটান, নেপাল ও আফগানিস্তানের সূচক  অপরিবর্তিত রয়েছে। তবে শ্রীলঙ্কার বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটির গণতন্ত্রের পনেরতম প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা ১৭৮৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের ২০২টি দেশের ৩০ মিলিয়ন ডেটা পয়েন্টসহ গণতন্ত্রের বৃহত্তম ডেটাসেট তৈরি করেছে। 

২০১০ সালে বাংলাদেশের লিবারেল ডেমোক্র্যাসি ইনডেক্স (এলডিআই) স্কোর সর্বকালের সর্বোচ্চ ছিল ০.১৮ (০-১ স্কেলে), ২০২০ সালে তা হ্রাস পেয়ে ০.০৯-এ দাঁড়িয়েছে। অর্থাৎ গত দশ বছরে ৯% পয়েন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।

কোভিড -১৯ মহামারি শুরু হওয়ার পরপরই ভি-ডেম ইনস্টিটিউট ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ১৪৪টি দেশে মহামারির ফলে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও প্রভাব শনাক্ত করতে প্যান্ডেমিক ব্যাকস্লাইডিং প্রকল্প (প্যানডেম) শুরু করেছিল। প্রকল্পে কয়েক ধরনের লঙ্ঘন যেমন- সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য, মৌলিক অধিকার লঙ্ঘন, অতিরিক্ত পুলিশি শক্তি প্রয়োগ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ পরিমাপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা কোভিড-১৯ এর সময় জরুরি অবস্থা জারির পর পরই আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান মাঝারিভাবে আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করে। ভারতে গত দশ বছরে, ভারতের এলডিআই উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা বাংলাদেশের চেয়েও খারাপ।  

প্রতিবেদনে বলা হয়, গত ২০১০ সালে ভারতের এলডিআই ছিল ০.৫৭। ২০২০ সালে সেটা হ্রাস পেয়ে ০.৩৪ এ নেমেছে। যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নাটকীয় পতন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী বিধি-নিষেধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

ফ্রিডম অব এক্সপ্রেশন সূচকে, গত ১০ বছরে বাংলাদেশের গণতন্ত্র হ্রাস পেয়েছে ১৫% হ্রাস পেয়েছে, যেখানে ভারতের ৩১% হ্রাস পেয়েছে। অন্যদিকে নেপালের ১০% ও ভুটানের ২% হ্রাস পেয়েছে। কেবলমাত্র শ্রীলঙ্কার গত ১০ বছরে ২০% বৃদ্ধি পেয়েছে।

সিভিল লিবার্টি ইনডেক্সে বাংলাদেশের ১২%, ভারতের ১২%, পাকিস্তানের ১৩% এবং নেপালের ১০% হ্রাস পেয়েছে, বিপরীতে শ্রীলঙ্কার ১২% এবং ভুটান ১% বৃদ্ধি পেয়েছে সিভিল লিবার্টি বৃদ্ধি পেয়েছে। 

নির্বাচনি গণতন্ত্র সূচকে বাংলাদেশের সূচক ১২%, ভারতের ২৫%, পাকিস্তানের ৯% হ্রাস পেয়েছে। তবে নেপালের (২%) এবং শ্রীলঙ্কার উভয়েরই বৃদ্ধি পেয়েছে।

সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি, মানহানি ও রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহারের কথা উল্লেখ করে প্রতিবেদনে ভারতকে ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র’ থেকে ‘নির্বাচনি স্বৈরাচার’ এর ধাপে নামিয়ে আনা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নির্বাচনি স্বৈরাচার’ বর্তমানে সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং বিশ্বের ৮৭ দেশ এবং ৬৮% মানুষ এই ব্যবস্থার মধ্যে রয়েছে। 

এছাড়া ২৫টি দেশের মানুষ স্বৈরাচারীকরণ প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বা ২.৬ বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল, ভারত, তুরস্ক এবং আমেরিকার মতো বেশ কয়েকটি জি-২০ ভুক্তদেশ এই  প্রক্রিয়া বিস্তারের অংশ।  

এতে আরও বলা হয়, পুরোপুরি গণতন্ত্র কার্যকর রয়েছে, গত ১০ বছরে এমন দেশের সংখ্যা ১৬-তে নেমে এসেছে। ফলে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ৪% প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় রয়েছে।

প্রতিবেদন অনুসারে, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, কোস্টা রিকা, সুইজারল্যান্ড, নিউ জিল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, এস্তোনিয়াত ও নেদারল্যান্ডসের এলডিআই সূচক সর্বোচ্চ।

 

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া