X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দলীয় নেতাদের রেস্টুরেন্ট ভাঙচুর: জাপা এমপি অবরুদ্ধ, ক্ষতিপূরণের শর্তে ছাড়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ২০:২৬আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:৪৩

জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমা বেগমসহ এক ডজন কেন্দ্রীয় নেতা লক্ষ্মীপুর ওয়েলকাম রেস্টুরেন্টে অবরুদ্ধ হয়ে কয়েক ঘণ্টা থাকার পর শর্তসাপেক্ষে ছাড়া পেয়েছেন। ওই রেস্টুরেন্টে আয়োজিত দলীয় সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটার পর তাদের অবরুদ্ধ করেন রেস্টুরেন্টটির মালিক। শনিবার (১৩ মার্চ) বিকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই তাদের অবরুদ্ধ করে জরিমানা আদায় করা ছাড়া কোনও নেতাকর্মীকে এমনকি নেতাকর্মীদের গাড়িও যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন রেস্টুরেন্টের এর মালিক ইউসুফ হোসেন। পরে জরিমানা দিতে রাজি হওয়ায় সন্ধ্যা সাতটার দিকে শর্তসাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়।

ওয়েলকাম রেস্টুরেন্টের মালিক ইউসুফ হোসেন জানান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এম আর মাসুদ ও কেন্দ্রীয় নেতা শেখ ফয়জুল্লাহ শিপন গ্রুপের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্ট ভাঙচুর করে। এতে রেস্টুরেন্টে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ ফয়জুল্লাহ শিপন বলেন, আমিসহ ঢাকা থেকে আগত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং লক্ষীপুরের জাতীয় পার্টির কর্মী সমর্থকদেরকে ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেয়নি এম আর মাসুদ ও তার সহযোগীরা। পরবর্তীতে আমি ঘটনাস্থলে গেলে এম আর মাসুদের সহপাঠীরা আমার ও আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। পরবর্তীতে আমি নেতা কর্মীদেরকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে আসি।

লক্ষ্মীপুরে ওয়েলকাম রেস্টুরেন্টে ভাঙচুর

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এম আর মাসুদ বলেন, শেখ ফয়জুল্লাহ শিপন ঢাকার ও স্থানীয় কিছু নেতাকর্মী নিয়ে ওয়েলকাম রেস্টুরেন্টে এসে কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে। এ সময় আমার নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে ওয়েলকাম রেস্টুরেন্টের মালিক ইউসুফ হোসেন জানান, সংরক্ষিত আসনের এমপি নাজমা বেগম বলেছেন, রেস্টুরেন্টের সংস্কার করে বিল পাঠিয়ে দিলে তিনি বিল পরিশোধ করবেন। এ শর্তে তাদের ছেড়ে দিয়েছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী