X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্টিলের দোকানের ছাদ ভেঙে ঢুকে সোনার দোকানে ডাকাতি!

রংপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ০১:০৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ০১:০৭

রংপুর নগরীতে জুয়েলারি ব্যবসায়ের কেন্দ্র বলে পরিচিত বেতপট্টি। সেখানে স্মৃতি জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা দোকানের ভল্ট ভেঙে ৬২ ভরি সোনা ও ১০ ভরি রূপার গহনা ও নগদ অর্থসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ ও সোনার দোকানিরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নগরীর ব্যস্ততম এলাকা বেতপট্টিতে অবস্থিত স্মৃতি জুয়েলার্সের মালিক বাদশা মিয়া দোকান বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেখতে পান দোকানে থাকা সিন্দুকের ভল্ট ভাঙা। সেখানে থাকা ৬২ ভরি সোনা ও ১০ ভড়ি রূপাসহ বিভিন্ন খদ্দেরের সোনার গহনা ও নগদ অর্থসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। বিষয়টি আশেপাশের সোনার দোকানদার ও ব্যবসায়ীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ও গোয়েন্দা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোকান মালিকের শ্যালক নুরুল ইসলাম বাবু জানিয়েছেন, পুরো বিষয়টি জানার জন্য দোকান মালিক বাদশা মিয়াকে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ডেকে নিয়ে যায় পুলিশ।

বাদশা মিয়া জানান, তার দোকানের এক পাশে রিয়াদ স্টিল নামে একটি স্টিল ব্যবসায়ের দোকান ও আরেকপাশে মর্ডান জুয়েলার্স নামে একটি দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের মধ্যে যে কোনও সময় দুবৃর্ত্তরা রিয়াদ স্টিলের টিনের ছাদ ভেঙে সেখানে ঢোকে। এরপর ওই দোকান দিয়ে মর্ডান জুয়েলার্সের দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। কিন্তু, ওই দোকানের সিন্দুকের ভল্ট ভাঙতে সক্ষম হয়নি দুর্বৃত্তরা। এরপর আবারও দুই দোকানের মাঝখানের দেয়াল ভেঙে তার দোকান স্মৃতি জুয়েলার্সে প্রবেশ করে। তার সিন্দুকের ভল্ট ভেঙে সোনা রূপাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আশেপাশের দোকানদারদের দাবি, এটি একটি পরিকল্পিত ডাকাতি। কেননা, শুক্রবার বেতপট্টির প্রায় সব দোকান বন্ধ থাকে। খুবই পরিচিত সংঘবদ্ধ দুবৃর্ত্তরা রিয়াদ স্টিলের দোকানের টিনের ছাদ ভেঙে দুইটি সোনার দোকানে প্রবেশ করেছে। বিষয়টি বাইরে থেকে দেখলে বোঝার কোনও উপায় নেই দোকানে ডাকাতি হয়েছে।

বাদশা মিয়ার শ্যালক নুরল ইসলাম বাবু জানান, তাদের দোকানে সিসি ক্যামেরা ছিল না। তবে পাশের সোনার দোকান মর্ডান জুয়েলার্সে সিসি ক্যামেরা ছিল, সেই ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে দুবৃর্ত্তরা। সেই দোকানের মালিকের মোবাইল ফোনে শুক্রবার সন্ধ্যার পর আর কোনও ছবি দেখা যাচ্ছিল না । এ ব্যাপারে মর্ডান জুয়েলার্স এর মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দ পুলিশের প্রধান ও মিডিয়া শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, এটি একটি চুরির ঘটনা। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশের বিভিন্ন টিম এই ঘটনায় অপরাধীদের খুঁজতে কাজে নেমে পড়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ