X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আক্ষেপ নিয়েই চলে গেলেন ভাষা সৈনিক আব্দুল হাকিম মাস্টার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ১৮:২০আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৮:২০

মানিকগঞ্জের ঘিওরের ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল হাকিম মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। রবিবার (১৪ মার্চ) রাত ২টায় ঘিওর উপজেলা সদরের তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হলেও নিভৃতপল্লীর এ ভাষাসৈনিকের ভাগ্যে জোটেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। জীবদ্দশায় তার শেষ ইচ্ছে ছিল ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি।

সোমবার দুপুরে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যরা। এরপর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল তেরশ্রী কেএন ইনস্টিটিউশন মাঠে। তার জন্মস্থান দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ধামশ্বর গ্রামে শেষ নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, কর্মজীবনে কমরেড আবদু্ল হাকিম মাস্টার তেরশ্রী কেএন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তিনি রাজপথে থেকে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে আবদুল হাকিম মাস্টার তেরশ্রী কেএন ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালে ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল ইসলাম শিকদার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’