X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ইউনিয়ন পরিষদ নির্বাচন

দেশের যে উপজেলার সব ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না

মাদারীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ২৩:০৩আপডেট : ১৫ মার্চ ২০২১, ২৩:০৩

দেশে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলার সব ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না। আওয়ামী লীগ অধ্যুষিত এই উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রার্থী নির্ধারণ করতে না পারায় প্রার্থিতা উন্মুক্ত রাখার প্রস্তাব করেছিল উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১৫ মার্চ) দুপুরে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই শিবচর উপজেলায় প্রার্থিতা উন্মুক্ত রাখার তথ্য জানানো হয়। এই দফায় ৩২৩ ইউনিয়ন পরিষদের মধ্যে শুধুমাত্র শিবচর উপজেলার ১৩টি ইউনিয়নে প্রার্থিতা উন্মুক্ত ঘোষণা করলো আওয়ামী লীগ। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় লোকজনই স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ১৩টি ইউনিয়নে কোনও নৌকা প্রতীক থাকছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি মাদারীপুরের শিবচরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী। আওয়ামী লীগ অধ্যুষিত এই উপজেলায় সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি এবং দলীয়ভাবে তাদের আলাদা করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন করা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না বলে আলোচনা হয়। তাই সভায় সর্বসম্মতক্রমে শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা উম্মুক্ত রাখার সুপারিশ করা হয়। পরে সভার রেজুলেশন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা হয়েছে। এর মধ্যে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা