X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাসপাতালে কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৫:১৩আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৬:০২

করোনাভাইরাসে আক্রান্ত খ্যাতিমান নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত ৮ মার্চ ভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি বাসাতেই ছিলেন।

তবে হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে আজ (১৬ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানিয়েছেন কাজী হায়াতের শিষ্য ও পরিচালক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান মহারাজ।

তিনি বলেন, ‘হায়াৎ ভাই ডাক্তারের পরামর্শ অনুসারে উন্নত চিকিৎসার জন্য আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আপাতত কেবিনে রাখা হয়েছে। তার সঙ্গে স্ত্রী ও মেয়ে রয়েছেন।’

গত ২ মার্চ কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ ও তার স্ত্রী। এরপর গত ৬ মার্চ থেকে প্রচণ্ড জ্বর হয় এই নির্মাতার। এ কারণে স্ত্রীসহ করোনা পরীক্ষা করেন তিনি। এতে দুজনেরই ফল পজিটিভ আসে। ৮ মার্চ সকালে তাদের করোনার পরীক্ষা করা হয়েছিল। সেদিনই সন্ধ্যায় এই ফল পান তারা।

তখন বাংলা ট্রিবিউনকে কাজী হায়াৎ বলেন, ‘জ্বরসহ অন্য কোনও লক্ষণ আর নেই। নিজে অনেকটাই সুস্থবোধ করছি’।
এরপর বাসাতেই স্ত্রীসহ আইসোলেশনে ছিলেন তিনি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’