X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গানে গানে বঙ্গবন্ধুর নানা কীর্তি

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ০০:০২আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:৫৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি হয়েছে অসংখ্য গান। যেখানে তুলে ধরা হয়েছে এই কৃতির নানা কীর্তি। তেমন কিছু গানের আদ্যোপান্ত নিয়েই আমাদের এই আয়োজন-

তুমি বাংলার ধ্রুবতারা

মুজিব জন্মশতবর্ষের অফিসিয়াল থিম সং এটি। গানটির কিছু অংশ গেয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। এতে কণ্ঠ দিয়েছেন ২০ শিল্পী। তবে ভিডিওতে অংশ নিয়েছেন ১০০ শিল্পী। শেখ রেহানা ছাড়া বাকি শিল্পীরা হলেন, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, মো. রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, ফরিদা পারভীন, মমতাজ বেগম, নকীব খান, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, কণা, প্রিয়াঙ্কা গোপ, এলিটা করিম, সাব্বির জামান ও কোনাল। কামাল চৌধুরীর কথায় সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান।

সালাম সালাম সালাম, জন্মশতবর্ষে সালাম

এটি এ আয়োজনে এবার বিটিভির থিম সং। কণ্ঠ দিয়েছেন ১০ শিল্পী। তারা হলেন—বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, কণা, অনুপমা মুক্তি, সাব্বির জামান, পুলক অধিকারী, কোনাল, অপু আমান ও নদী। হারুন রশিদের কথায় সুর করেছেন শওকত আলী ইমন।

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

রবিউল ইসলাম জীবনের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গেয়েছে—রবি চৌধুরী, আঁখি আলমগীর, প্রতীক হাসান, ঝিলিক, স্বপ্নীল সজীব ও তামান্না প্রমি। এর ভিডিও তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে নেচেছেন একঝাঁক নৃত্যশিল্পী।

জন্মশতকে মুজিব গান

গানটি গেয়েছেন ৪ জন শিল্পী- সাব্বির জামান, অবন্তি সিঁথি, শান শাইখ ও ঝিলিক। মৌ মধুবন্তির কথায় সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক।

বঙ্গবন্ধু

গেয়েছেন ৪ গায়ক—কিশোর দাশ, পারভেজ সাজ্জাদ, সাব্বির জামান ও জয় শাহরিয়ার। সুর করেছেন জয় শাহরিয়ার। লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

দেখিতে চাহে তোমায় এ মন

গানটি গেয়েছেন পারভেজ সাজ্জাদ, শান সায়েক, লুইপা ও সজিব দাস। মেফতাউল হক এটির সুর ও কথা লিখেছেন। সংগীতায়োজনে আছেন সায়েক। আর ভিডিওটি তৈরি করেছেন লতা আচারিয়া।

কোথায় তুমি নেই

পরিবেশনাটি তৈরি হলো গান ও নাট্যাংশ দিয়ে। এর দৈর্ঘ্য ১৯ মিনিট ৩৯ সেকেন্ড। এতে উঠে এসেছে ’৫২ থেকে ’৭১, ’৭৫ এবং বর্তমান সরকার পর্যন্ত ইতিহাস।

গেয়েছেন দিনাত জাহান মুন্নী ও অপু আমান। কবির বকুলের কথায় সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল।

৫৫ বছরের অসমাপ্ত জীবন

এতে কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম ও দিনাত জাহান মুন্নি। বায়েজিদ খুরশীদ রিয়াজের কথায় সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। ভিডিওটি তৈরি করেছেন মেহেদী হাসান বাবু।

বড়ই ভাগ্যবান আমি

এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সদ্য প্রয়াত পপ শিল্পী জানে আলম। লিখেছেন হাসান মতিউর রহমান।

বাংলাদেশের হৃদয়জুড়ে

এটিতেও আছেন জানে আলম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন তিনিই। লিখেছেন হাসান মতিউর রহমান।

অসমাপ্ত জীবনী থেকে

রাফিউজ্জামান রাফির কথায় সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গেয়েছেন নিশিতা বড়ুয়া।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি

গেয়েছেন আর্ণিক। অনুপ বড়ুয়া পিংকুর কথায় এর সুর ও সংগীতায়োজনে আছেন সুমন কল্যাণ।

আমি মুজিব দেখেছি

গানটি গেয়েছেন শিল্পী বিশ্বাস। সুর ও সংগীতায়োজনে আছেন সুমন কল্যাণ।

জেমস অব নজরুল

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি নজরুলসংগীতের সমন্বয়ে এটি তৈরি। এতে কণ্ঠ দিয়েছেন ৫২ আর নেচেছেন ৫০ জন শিল্পী। সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। ভিডিও পরিচালনায় সৌমিত্র ঘোষ ইমন। নৃত্য পরিচালনায় আছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা।

শতকণ্ঠে শ্রদ্ধাঞ্জলি

কালজয়ী ৩টি গানের সমন্বয়ে এটি তৈরি। এগুলো হলো- ‘শোনো একটি মুজিব’, ‘তাকদুম তাকদুম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’। দেশের জনপ্রিয় ১০০ শিল্পী কণ্ঠ দিয়েছেন এতে। সংগীতায়োজনে ফুয়াদ আল মুক্তাদির, বালাম ও পাভেল অরিন। ভিডিও পরিচালনায় কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি।

জয় বাংলার প্রেম

গানটি গেয়েছেন শুভ ও ঐশী। এর কথা লিখেছেন মহসিন মেহেদী। আর সুর ও সংগীতায়োজনে আছেন সেতু চৌধুরী।

কেউ পারেনি সারাবাংলা

এটি লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়া আর সুর করেছেন বিশ্বজিৎ রায়। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী অনুপমা মুক্তি।

পদ্মায় তুমি ভাসালে নৌকা

এটিও লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়া আর সুরে আছেন বিশ্বজিৎ রায়। গানটি গেয়েছেন সঞ্জয় কবিরাজ।

তুমি নাও ভাসাইলা মধুমতির কুলে

ফেরদৌস হোসেন ভূঁইয়ার কথায় এর সুর করেছেন বিশ্বজিৎ রায়। গেয়েছেন বিশ্বজিৎ রায়।

মুজিবের খুনে বাংলার মাটি

এটিও লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়া আর সুরে আছেন বিশ্বজিৎ রায়। এটি প্রিয়াংকা বিশ্বাস গেয়েছেন।

স্বপ্নের পথে হেঁটে হেঁটে

বিশ্বজিৎ রায়ের রচনা ও সুরে গানটি গেয়েছেন রফিকুল আলম।

কে বলে তুমি শুয়ে আছ টুঙ্গিপাড়ার কবরে

এটি গেয়েছেন অণিমা মুক্তি গোমেজ। এর রচনা ও সুরে আছেন বিশ্বজিৎ রায়।

একবার তুমি আসবেই ফিরে

বিশ্বজিৎ রায়ের রচনা ও সুরে গানটি গেয়েছেন সুস্মিতা সাহা।

আর নয় কান্না

এটিও বিশ্বজিৎ রায়ের রচনা ও সুরে গেয়েছেন রুমানা ইসলাম।

যেদিন তুলিতে আঁকা একটি ছবি

বিশ্বজিৎ রায়ের রচনা ও সুরে গেয়েছেন মাহমুদুল হাসান।

বাংলার মাটি ধন্য হয়েছে

মাহমুদ সেলিমের রচনা ও সুরে এটি গেয়েছেন ছন্দা চক্রবর্তী।

কাঁদে পদ্মা, কাঁদে মেঘনা মুজিব মুজিব বলি

গানটি গেয়েছেন নারায়ণ চন্দ্র শীল। এটির লেখা ও সুর দিয়েছেন শিল্পী নিজেই।

যার নামে হয় নিজের জমি

তপন বাগচীর রচনা ও বিশ্বজিৎ রায়ের সুরে গানটি গেয়েছেন বর্ণালী সরকার।

ও আমার জাতির পিতা

এটি লিখেছেন কবি নাসির আহমেদ। গানটির সুর করেছেন শাহীন সরদার আর কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক।

মুজিব তোমার শুনছি ভাষণ

কবি আখতার হুসেনের লেখা এ গানটি সুর করেছেন শাহীন সরদার, কণ্ঠ দিয়েছেন অভিজিৎ দে।

একটি আঙুল আকাশ ছুঁয়ে

পাশা মোস্তাফা কামালের লেখা গানটিতে সুর দিয়েছেন শাহীন সরদার ও কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক।

আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই

শাহীন সরদারের কথা ও সুরের গানটি গেয়েছেন মনিরা রওনক বুবলি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গেয়ে হৃদয় জিতলেন রাহমান
‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গেয়ে হৃদয় জিতলেন রাহমান
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল