X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সব ভাষায় আগ্রহী ইয়ামি গৌতম!

বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২১, ১৬:৪৪আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৯:০২

উত্তর-মধ্য থেকে দক্ষিণ, ভারতের সব অঞ্চলের ছবিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বিউটি ক্রিমের আলোচিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইয়ামি গৌতম।

হাতে যার এই মুহূর্তে ভিন্ন ধারার ৮টি ছবি। এসব বিষয়ে সম্প্রতি কথা বলেছেন বম্বে টাইমসের সঙ্গে।

“সিনেমার ‘ভাষা’ যেটাই হোক না কেন, আমি ভারসাম্য রেখে কাজ করতে জানি। এখন যে সময়টা যাচ্ছে, তাতে বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে একটু নাড়াচাড়া করতেই হচ্ছে। এখন হিন্দি একটা ছবি নিয়ে খানিকটা ব্যস্ত হলেও সমানতালে অন্য কিছুও খুঁজছি। ব্যক্তিগতভাবে অঞ্চলভিত্তিক বা সব ভাষার ছবি নিয়েই আমার আগ্রহ আছে।”

‘উল্লাসা উতসাহা’ (২০০৯) নামের কান্নাড়া ছবির মাধ্যমে অভিষেক ইয়ামি গৌতমের। এরপর তেলেগু, তামিল, মালায়লাম, পাঞ্জাবি- কিছুই বাদ রাখেননি। ইয়ামি এখন ব্যস্ত আছেন ‘ভূত পুলিশ’ ও ‘দাসভি’ নামের দুটি ছবির কাজে। বাকি ৬টির প্রাথমিক কাজও চলছে পাশাপাশি।

ইয়ামি গৌতম ইয়ামি গৌতমের কিছু অজানা তথ্য-
• মালায়লাম অভিনেতা ও প্রযোজক ফাহাদ ফাসিলের দারুণ ভক্ত ইয়ামি।
• দামি নায়িকাদের মধ্যে ইয়ামিও আছে। ছবিপ্রতি হাঁকছেন ১-২ কোটি রুপি করে।
• পড়াশোনা করেছেন আইন বিষয়ে। অভিনয়ে না এলে, উকিলই হতে ইয়ামি গৌতম।
• খোলা আকাশের নিচেই ইয়োগা ও ব্যায়াম করতে পছন্দ করেন।
• ইয়ামি কিন্তু একজন প্রশিক্ষিত পোল ড্যান্সারও!
• চায়ের পাগল। যেখানে যাবেন, সঙ্গে চা বানানোর যাবতীয় মাল-মশলা সঙ্গে থাকবেই।
• হিমাচলে নিজের বাড়িতে প্রকৃতিপ্রেমীর ইয়ামির একটি গ্রিনহাউজ ও অর্গানিক বাগান আছে।

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা