X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২৩:২২আপডেট : ১৮ মার্চ ২০২১, ২৩:২২

মানিকগঞ্জের সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে উজ্জল মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডেরও আদেশ দেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে উজ্জল মিয়া।

মামলার বিবরণে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ২০১৩ সালের শেষে দিকে একই উপজেলার আঠালিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়ার সাথে রোকেয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পরে চার মাসের মাথায় অন্তঃসত্ত্বা অবস্থায় গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ২০১৪ সালের ২৫শে আগস্ট রাত ৩টার দিকে শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর বাবার বাড়িতে খবর দেয় রোকেয়া মারা গেছে।

এ ঘটনার পরের দিন ২৬শে আগস্ট নিহতের ভাই মো. শুকুর আলী বাদী হয়ে স্বামী উজ্জ্বল মিয়া, শ্বশুর জালাল উদ্দিন, শাশুড়ি হাজেরা ও সেরজন গোয়ালকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিংগাইর থানার এসআই মোক্তার হোসেন তালুকদার মামলার তদন্ত করে ২০১৫ সালে ২৮শে মে উজ্জ্বলকে অভিযুক্ত করে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ওই বছরের ৭ই সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি গৃহীত হয়। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতে আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুস সালাম। এছাড়া আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শামীম খান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া