X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকাঘর ও আসবাব পাচ্ছে দিনমজুরের গ্রাম পাঠাগার ‘সাতভিটা গ্রন্থনীড়’

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৯ মার্চ ২০২১, ১৬:০৯আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৬:০৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে দিনমজুর জয়নাল আবেদিনের মজুরি বিক্রির টাকায় প্রতিষ্ঠিত গ্রাম পাঠাগার ‘সাতভিটা গ্রন্থনীড়’ সেমিপাকা ভবন ও আসবাবপত্র পেতে যাচ্ছে। চলতি অর্থ বছরে জয়নালের পাঠাগারটির জন্য লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের ডিস্ট্রিক্ট ফেসিলেটেটর (ডিএফ) ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদিনের পাঠাগারে বসে বই পড়ছেন স্থানীয় শিশু কিশোররা।

ডিএফ ফারুক আহমদ বলেন, ‘সম্প্রতি জয়নালের গ্রাম পাঠাগার নিয়ে বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর প্রকল্প পরিচালক (পিডি) এনামুল হাবিব মহোদয়ের নজরে আসলে তিনি এ বিষয়ে আমাকে খোঁজ নিতে বলেন। পরে আমি সরেজমিন ওই পাঠাগারটি পরিদর্শন করে পিডি স্যারকে অবহিত করি। পরে পিডি স্যারের নির্দেশনা মোতাবেক পাঠাগারটির নতুন সেমিপাকা ভবন, আসবাবপত্র ও বই ক্রয়ের জন্য এলজিএসপি প্রকল্প থেকে পাঁচ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে এটি বাস্তবায়ন করা হবে।’

এর আগে দিনমজুরের সঞ্চয়ে গড়া গ্রাম পাঠাগার ‘সাতভিটা গ্রন্থনীড়’ শিরোনামে ওই গ্রাম পাঠাগার নিয়ে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গ্রাম পাঠাগারের উদ্যোক্তা জয়নাল আবেদিনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাতভিটা গ্রামে। ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে তিনি। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে প্রত‌্যন্ত একটি গ্রামে ২০১৫ সালে শ’ খানেক বই নিয়ে নিজ বাড়িতে পাঠাগার প্রতিষ্ঠা করেন জয়নাল। প্রাথমিকের গণ্ডি পেরুতে না পারা দিনমজুর জয়নালের নিজ উদ্যোগে গ্রাম পাঠাগার স্থাপনের বিষয়টি সর্বমহলে প্রশংসা কুড়ায়।

সাতভিটা গ্রন্থনীড়ের একটি শেলফে রাখা বই আগন্তুক পাঠক ও অতিথিদের দেখাচ্ছেন এর প্রতিষ্ঠাতা জয়নাল (ডানে)।

এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক এনামুল হাবিব (যুগ্ম সচিব) এ বিষয়ে মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে জানান, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা বেশ কিছু কাজ করে যাচ্ছি। কুড়িগ্রামের ওই গ্রাম পাঠাগারটির উন্নয়নে আমরা কাজ করতে চাই। এজন্য আমরা পাঠাগারটির পাকা ঘর নির্মাণ ও আসবাবসহ বই সরবরাহের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এবছরই তা বাস্তবায়ন করা হবে।’

লেখাপড়া বিশেষ করতে না পারলেও পড়ার আগ্রহ থেকেই পাঠাগার প্রতিষ্ঠা করেন নিমজুর জয়নাল আবেদিন।

২০১৮ সালে রংপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন জানিয়ে পিডি এনামুল হাবিব বলেন, ‘রংপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় ওই অঞ্চল নিয়ে আমার একটা অনুভূতি কাজ করে। গ্রাম পাঠাগার নিয়ে প্রতিবেদনটি পড়ে জয়নালের পাঠাগারটির উন্নয়নে করণীয় ঠিক করতে প্রকল্পের স্থানীয় প্রতিনিধিকে বলেছি। মানুষের জ্ঞানচর্চা ও বই পাঠে পাঠাগারটি অনেক অবদান রাখতে পারে। আমরা দ্রুতই পাঠাগারটি নির্মাণ করে দেবো।’

নতুন ভবন পাওয়ার খবরে উচ্ছ্বসিত পাঠাগারের উদ্যোক্তা জয়নাল আবেদিন। সরকারের এই সিদ্ধান্ত তার স্বপ্ন বাস্তায়নের পাশাপাশি বইপ্রেমিদের আরও উজ্জীবিত করবে বলে বিশ্বাস তার। তিনি বলেন, ‘এটা অবশ্যই আনন্দের খবর। অভাবের কারণে আমি প্রাথমিকের গণ্ডি পার হতে না পারলেও বইয়ের প্রতি আমার ভালোবাসা হারিয়ে যায়নি। আমি প্রতিনিয়ত গ্রামের শিশু কিশোরদের বই পড়তে উৎসাহ দিয়ে আসছি। সে ধারাবাহিকতায় নিজ খরচে ‘ সাতভিটা গ্রন্থনীড়’ পাঠাগার স্থাপন করেছি। পাকা ঘরসহ আরও বই পেলে পাঠাগারটি যেমন সমৃদ্ধ হবে তেমনি এর পাঠক সংখ্যা আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি। আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেকে এমন কাজ করতে আগ্রহী হবে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়