X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ওয়ার্ড কমিটি গড়তে বিএনপির ‘নয়া ফর্মুলা’!

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
২১ মার্চ ২০২১, ২২:৫৮আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:৫৮

বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে লালমনিরহাটে ‘নতুন ফর্মুলা’ চালু করা হয়েছে। দলটির পক্ষ থেকে প্রতি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ২শ’ জন করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ নারী কর্মীও সংগ্রহ করা হবে। ইতোমধ্যে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে আগামী ২ এপ্রিল সেই ‘নয়া ফর্মুলায়’ রীতিমতো প্রতীক দিয়ে ভোটাভুটির মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন ও প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে।

রবিবার (২১ মার্চ) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিতসভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এরপর তিনি পাটগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত দলীয় বর্ধিতসভায়ও একই ধরনের পদ্ধতির কথা তুলে ধরেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্রের আদলে বিএনপির দলীয় পরিচয়পত্র তৈরি করা হবে। এজন্য নাম, পিতা-মাতার নাম, ওয়ার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এনআইডির নম্বর, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। ১০ টাকার বিনিময়ে এই ফরম পূরণ করা হচ্ছে।

বর্ধিতসভায় দলীয় কর্মীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু জানান, ‘প্রত্যেক ওয়ার্ডে সর্বনিম্ন ২শ’ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। বেশি হলে আরও ভালো। তবে নির্ধারিত নিয়মের কম সদস্য হলে ওই ওয়ার্ডে কমিটি গঠন করা হবে না। ওয়ার্ড কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। নির্বাচনের অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠন, প্রিসাইডিং অফিসারও নিয়োগ করা হবে। ওয়ার্ড কমিটির সভাপতি পদে ৫শ’, সাধারণ সম্পাদক পদে ৩শ’ ও সাংগঠনিক সম্পাদক পদে ২শ’ টাকা মনোনয়নপত্র ফি ধার্য করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১০ টাকার বিনিময়ে সদস্য তথ্য ফরম পূরণ করবেন। আপস-মীমাংসা-সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের কোনও সুযোগ দেওয়া হবে না। যে ইউনিয়ন এই কাজটি সফলভাবে করতে পারবে সেই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের পুরস্কৃত করা হবে।’

তিনি আরও জানান, ‘আগামী ২ এপ্রিল লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং নন্দ কুমার সরকারকে প্রিসাইডিং অফিসার ও আরও দু’জনকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মডেল সারা বাংলাদেশে দেখতে চান।’

জানতে চাইলে পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও বিএনপি নেতা নন্দ কুমার সরকার বলেন, ‘ভোট উৎসবমুখর করতে দলীয়ভাবে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। রীতিমতো প্রতীক দিয়ে আগামী ২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। একই পদ্ধতিতে ৯ ও ১১ এপ্রিল সদর উপজেলার আরও দুইটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার কাজ গুছিয়ে আনা হয়েছে।’

উল্লেখ্য, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ৪৫টি ইউনিয়নে ৪০৫টি ওয়ার্ড এবং দুইটি পৌরসভায় ১৮ ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডে ৮৪ হাজার ৬শ’ সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে বিএনপি নেতাদের।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়