X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হঠাৎ দেশে ফিরছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৪:২০আপডেট : ২২ মার্চ ২০২১, ১৪:২০

একটি সাক্ষাৎকার কেন্দ্র করে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান। তার বক্তব্যে কিছু বিষয় বিসিবির ‘বিরুদ্ধে’ যাওয়ায় সেসব নিয়ে কথা বলতেই নাকি তিনি দ্রুত দেশে ফিরছেন। আজ (মঙ্গলবার) রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ সময় রাত ২টার ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আসছেন তিনি।

খবরটি জানিয়েছেন ওয়াসিম খান। দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম বলেছেন, ‘সাকিব আজ রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রওয়ানা দিয়ে আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।’

শনিবার এক ফেসবুক লাইভে সাকিব বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। সাকিবের এমন বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড— জানিয়েছেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়। এরমধ্যে সাকিবের ঢাকায় আসার খবরটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এখনই সাকিবের দেশে ফেরার কথা ছিল না। তার তড়িঘড়ি করে দেশে ফেরাতে জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। সাকিব নিজে থেকেই কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে দেশে ফিরছেন নাকি তাকে দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে- এখন এই প্রশ্নই ক্রিকেট ভক্তদের মনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম প্রথম টেস্ট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন সাকিব। ফলে দ্বিতীয় টেস্টে আর মাঠে নামা হয়নি। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন তিনি। গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পুত্র সন্তানের বাবা হন সাকিব।

২০২০ সালের বেশিরভাগ সময় সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তিনি। স্পট ফিক্সিয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর বেশিরভাগ সময়ই তিনি কাটিয়েছেন সেখানে। নিষেধাজ্ঞা কাটানোর আগে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ব্যক্তিগত উদ্যোগে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সফরটি হয়নি। পরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…