X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাল্লাতেও একই নাটকের পুনরাবৃত্তি হয়েছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৭:১৭আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৭:১৭

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘কথিত সাম্প্রদায়িক হানাহানির প্রত্যেকটি ঘটনায় কিছু মিডিয়ায় প্রচুর পরিমাণে তথ্য বিকৃতির ঘটনা ঘটে। প্রতিবারই ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়ে  স্বার্থান্বেষীরা স্বার্থ  হাসিল করতে চায়। শাল্লাতেও একই নাটকের পুনরাবৃত্তি হয়েছে।’

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা-লুটপাট প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে ইসলাম ও এখানকার বাঙালিয়ানা স্বভাব চরিত্র, কোনোটাই ধর্ম নিয়ে সহিংসতা বা ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না। হিন্দুপ্রধান বাংলা মুসলিমপ্রধান হয়েছে শান্তিপূর্ণভাবেই। সেই বাংলায় ইংরেজদের আগমনের পর থেকে শুরু হয়ে সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা অবধি নানা সময়ে কথিত সাম্প্রদায়িক হানাহানির কথা শোনা যায় এবং সংখ্যাগরিষ্ঠ হিসেবে মুসলমান ও ইসলামপন্থীদের ওপরে দায় চাপানো হয়। প্রতিটি ঘটনাতেই একটু তলিয়ে দেখলে বোঝা যায়, এসব হানাহানির পেছনে ধর্ম নয় বরং সেকুলার রাজনীতি ও জাগতিক স্বার্থ জড়িত।’

তিনি বলেন, ‘অবিলম্বে উলামায়ে কেরাম, সংখ্যালঘু প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি নাগরিক তদন্ত কমিটি গঠন করে ঘটনার পেছনের অশুভচক্রকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করুন। অন্যথায় ইসলামী আন্দোলন এমন একটি গণ-নাগরিক তদন্ত কমিটি গঠন করে প্রকৃত অপরাধীদের সামাজিক বিচারের মুখোমুখী করবে।’

নরেন্দ্র মোদির বিষয়টি আলাদা

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বাংলাদেশে আমন্ত্রিত সব বিদেশি মেহমানদের ইসলামী আন্দোলন স্বাগত জানায়। কিন্তু নরেন্দ্র মোদির বিষয়টি আলাদা। তার সহিংস অতীত এবং ক্ষমতাগ্রহণের পরে ভারত জুড়ে তিনি যে ধর্মীয় সহিংসতা উসকে দিয়েছেন, তাতে বাংলাদেশে তাকে স্বাগত জানানোর মতো কোনও পরিবেশ নেই। বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। অন্যদিকে নরেন্দ্র মোদি ভারতে বৈষম্য, সংখ্যালঘুদের ওপরে অত্যাচার-নিপীড়ন, ধর্মীয় তুচ্ছ বিষয় নিয়ে মানুষকে পিটিয়ে মারা, কাশ্মিরের মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া এবং সিএ-এর মতো বর্ণবাদী আইন করে প্রজন্মের পর প্রজন্ম ভারতে বসবাস করা মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো কাজ করছে। মোদি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রিত হওয়ার নৈতিক যোগ্যতা রাখেন না। সরকারকে বলবো, তার আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নিন। অন্যথায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একজন উগ্র সাম্প্রদায়িক নেতার দ্বারা কলঙ্কিত করার দায় আওয়ামী লীগকে বহন করতে হবে।’

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সার্বজনীন করুন

আওয়ামী লীগ সরকার স্বাধীনতার  সুবর্ণজয়ন্তীকে তাদের দলীয় উৎসবে পরিণত করেছে বলেও মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, ‘সরকার দমন-পীড়ন, হামলা-মামলা দিয়ে জনতার মাঝে বিভেদ তৈরি করে রেখেছে। একটি জাতীয় আনন্দঘন মুহূর্তকে এভাবে দলীয়করণ করার নিন্দা জানাচ্ছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করে এই উৎসবকে সার্বজনীন করার আহ্বান জানাচ্ছি।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনগণের রাজনৈতিক অধিকার, সুশাসন ও অন্যান্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশবাসীকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

সুবর্ণজয়ন্তীতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন দলটি আমির। কর্মসূচিতে আছে-২৬ মার্চ ঢাকাসহ দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নে পতাকা  র‌্যালি,  মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, দেশের প্রতিটি জেলায় মুক্তিযুদ্ধের লক্ষ্য, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা সভা, সেমিনার আয়োজন। এছাড়া মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক শ্বেতপত্র প্রকাশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার প্রকাশ। রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মাহফিল। এছাড়া ভোটাধিকারসহ জনগণের অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরি, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গড়ে তোলার কথাও জলঅ হয়েছে কর্মসূচিতে।

 

 

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম