X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চীনে মিললো তিন হাজার বছরের পুরনো স্বর্ণের মাস্ক

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ১৭:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৭:৫৪
image

চীনের সিচুয়ান প্রদেশের একটি প্রত্নস্থলে তিন হাজার বছরের পুরনো একটি স্বর্ণের মাস্ক পাওয়া গেছে। সানজিংডুই প্রত্নস্থলে পাওয়া এই মাস্কটি ব্রোঞ্জ যুগের। ওই স্থানে আরও পাঁচশ’টি প্রত্ন নিদর্শনের একটি এই মাস্ক। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কারের মধ্য দিয়ে প্রাচীন শু রাজ্য সম্পর্কে নতুন তথ্য জানা যেতে পারে। খ্রিষ্টপূর্ব ৩১৬ সালে ওই অঞ্চল শাসন করেছে শু রাজ্য। তবে রহস্যময় অর্ধ-মুখী স্বর্ণের মাস্কটি নিয়ে অনলাইনে চলছে নানা আলোচনা-সমালোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার স্বর্ণের মাস্কসহ নতুন প্রত্ন নিদর্শনগুলো খুঁজে পাওয়ার ঘোষণা দেয় চীনা কর্তৃপক্ষ। এরপর থেকেই চীনা মাইক্রোব্লগিং সাইট উইবু ব্যবহারকারীরা বিভিন্ন জনপ্রিয় চীনা সাংস্কৃতিক নিদর্শনের ওপর মাস্কটির ছবি সুপার ইম্পোজ করে পোস্ট করা শুরু করেন।

‘সানজিংডুই গোল্ড মাস্ক ফটো এডিটিং কম্পিটিশন’ হ্যাশট্যাগটি দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বার। এই প্রতিযোগিতায় প্রকাশ করা বেশ কিছু ছবি নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। এমনটি চীনের অন্যতম প্রত্নস্থল সানজিংডুই জাদুঘরের কর্মকর্তারাও এই ছবির মজা নেওয়ায় যোগ দিয়েছেন।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে চীনা প্রত্ন নিদর্শনের মনোযোগ পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত আগস্টে আরেকটি প্রত্ন নিদর্শন পাওয়া যায় যার সঙ্গে জনপ্রিয় ভিডিও গেম অ্যাংরি বার্ডসের একটি চরিত্রের ব্যাপক মিল দেখা যায়।

সানজিংডুই প্রত্নস্থলে স্বর্ণের মাস্কের পাশাপাশি ব্রোঞ্জের টুকরা, স্বর্ণের পাত ছাড়াও আইভরি, জেড ও সিল্কের তৈরি নানা নিদর্শন পাওয়া গেছে। মৃতদেহ সমাহিত করতে ব্যবহার করা পাত্রে পাওয়া গেছে এসব নিদর্শন। বিশেষজ্ঞরা বলছেন শু সভ্যতার মানুষেরা প্রিয়জনদের মৃত্যুর পর তাদের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনায় মৃতদেহের সঙ্গে এসব নিদর্শনও সমাহিত করতো।

উল্লেখ্য, ১৯২৯ সালে সানজিংডুই প্রত্নস্থলটি আবিষ্কার করেন একজন কৃষক। তারপর থেকে এখন পর্যন্ত ওই স্থান থেকে ৫০ হাজারের বেশি নমুনা উদ্ধার করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল