X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অপূর্ব-ফারিয়ার ‘এপ্রিল ফুল’!

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ২১:২৫আপডেট : ২৪ মার্চ ২০২১, ১২:১৭

নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ওয়েব চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ।

আবারও একই ঘটনা ঘটলো। এবার পেছালো মুক্তির দিনক্ষণ। চলচ্চিত্রটি ৩০ মার্চ মুক্তি দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এটি আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। যে দিনটিকে মানুষ অনানুষ্ঠানিকভাবে উদযাপন করে থাকে ‘এপ্রিল ফুল’ হিসেবে।

এদিন ছবিটি মুক্তির বিষয় বাংলা ট্রিবিউনকে জানালেন এর নায়িকা নুসরাত ফারিয়া। বললেন, ‘‘পেছানোর বিশেষ কোনও কারণ আমি জানি না। এটি প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত। তবে এপ্রিল ফুলে মুক্তি পেলেও দর্শকদের বোকা বানানোর কোনও উদ্দেশ্য নেই আমাদের। বিশেষ করে আমি চাইছি দ্রুত ছবিটি মুক্তি পাক। কারণ, গত বছরের ‘শাহেনশাহ’র পর দীর্ঘ সময় আমার আর কোনও ছবি পর্দায় আসেনি।’’

‘যদি কিন্তু তবুও’-এর প্রযোজক ভারতীয় প্রতিষ্ঠান জি-ফাইভ। শিহাব শাহীন পরিচালিত এ ছবিটি মুক্তিও দেওয়া হবে তাদের ওটিটি প্ল্যাটফর্মে।

এদিকে, চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে আজ (২৩ মার্চ)। এতে দেখা গেছে, অপূর্ব, ফারিয়া ছাড়াও তারিক আনাম খান, ইমতু রাতিশ ও নাজিবাকে। বিয়ের ঘটনা নিয়েই পোস্টারটি সাজানো।

ছবিটি নিয়ে একটু পেছনে ফেরা যাক।

২০২০ সালের শুরুর দিকে এ সিনেমার ঘোষণা দিয়েছিল জি-ফাইভ।

প্রথমে শুটিং শুরু হওয়ার কথা ছিল সে বছরের ২৫ ফেব্রুয়ারি। নানা কারণে সেটি পিছিয়ে যায়। তারপর ১০ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় থেমে যায় এর কাজ।

রোগটির প্রাদুর্ভাব কমে এলে পরিচালক আবারও প্রস্তুতি নেন। নতুন তারিখ ঠিক করা হয় ২৮ অক্টোবর। এরপর ৮ নভেম্বর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা হলেও অপূর্ব করোনায় আক্রান্ত হন। থেমে যায় এর কাজ।

৩ ডিসেম্বর শুটিং পুনরায় চালু হলে এবার একই ভাইরাসে ধরাশায়ী হন নুসরাত ফারিয়া, শিহাব শাহীনসহ টিমের কয়েকজন। পরে চলতি বছর এর কাজটি শেষ হয়।

জি-ফাইভ ঘোষণা দেয় ৩০ মার্চ ছবিটি মুক্তি পাবে।

তবে সেটিও হচ্ছে না। ছবিটি দেখার জন্য আরও দুটি দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

১২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘যদি...কিন্তু...তবুও’। পারিবারিক ও রোমান্টিক গল্প এতে উঠে আসবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!