X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নতুন চাকরি নিলেন প্রিন্স হ্যারি

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২১, ১২:৫১আপডেট : ২৪ মার্চ ২০২১, ১২:৫৮

যুক্তরাষ্ট্রে নতুন চাকরি নিয়েছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। সেখানে মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সংস্থা বেটারআপ-এ যোগ দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির ‘চিফ ইমপ্যাক্ট অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রিন্স হ্যারি নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন পেশায় কর্মরত লোকজনের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে বেটারআপ। সান ফ্রান্সিসকো ভিত্তিক এই প্রতিষ্ঠানটি পেশাজীবীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কর্মক্ষেত্রে সহযোগিতাপূর্ণ ও আন্তরিক পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

বেটারআপের প্রধান নির্বাহী অ্যালেক্সেই রবিশাক্স জানিয়েছেন, সরাসরি সংস্থার কোনও কর্মী বা সেবাগ্রহীতাদের সঙ্গে হ্যারিকে যোগাযোগ করতে হবে না। তিনি মূলত প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত ও দাতব্য উদ্যোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসমক্ষে কথা বলবেন।

নতুন চাকরি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন প্রিন্স হ্যারি। তিনি বলেন, ‘বেটারআপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। রবিশাক্সের সঙ্গে প্রথম সাক্ষাতের সময়ই মনে হয়েছিল যে, তার প্রতিষ্ঠান যথেষ্ট গুরুত্বের সঙ্গে পেশাজীবীদের মানসিক উন্নয়নের মাধ্যমে তাদের আরও দক্ষ করে তুলতে কাজ করে।

বর্তমানে বিশ্বের ৬৬টি দেশে ৪৯টি ভাষায় সেবা দেওয়া প্রতিষ্ঠান বেটারআপের যাত্রা শুরু ২০১৩ সালে। ওই সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে পেশাজীবীদের কোচিং, কাউন্সেলিং ও পরামর্শদানকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এটি যাত্রা শুরু করে।

মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বরাবরই আগ্রহ ছিল প্রিন্স হ্যারির। ব্রিটিশ সেনাবাহিনীতে থাকার সময়ও এ সংক্রান্ত নানা উদ্যোগ নিয়েছিলেন তিনি।

২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান দম্পতি জানান, রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্য হিসেবে তাদের দায়িত্ব থেকে তারা সরে দাঁড়াচ্ছেন। তারা কানাডায় চলে যান, সেখান থেকে ক্যালিফোর্নিয়ায়। এক পর্যায়ে ঘোষণা করেন, তারা ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে আর যুক্তরাজ্যে ফিরবেন না। বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসরত প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। শিগগিরই তাদের দ্বিতীয় সন্তান আসছে বলে জানিয়েছেন এই দম্পতির একজন মুখপাত্র। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা