X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আদালতের আদেশ অমান্য করায় দুই পুলিশের ক্ষমা প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৫:১৮আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৫:১৮

আদালতের আদেশ অমান্য করার ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান ও তদন্ত কর্মকর্তা মনোয়ার হোসেন হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। পরে আদালত তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে সাফায়েত উল্লাহ সাগরের জামিন শুনানির জন্য আগামী ২৯ মার্চ দিন নির্ধারণ করেন।

তলবাদেশে হাজির হয়ে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালতে পুলিশ কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। অপরদিকে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।

মামলার বিবরণে জানা যায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফয়সাল উদ্দিন বাদী হয়ে ডিজিটাল আইনে মামলায় করেন। ওই মামলায় ২০২০ সালের ৮ অক্টোবর শাফায়েত হোসেন আয়ানসহ (১৯) তিন জনকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ।

অ্যাডভোকেট শিশির মনির জানান, চট্টগ্রামের সন্দ্বীপ থানার সাফায়াত আয়ান নামে এক ব্যক্তির ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সাফায়েত উল্লাহ সাগর নামের একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সাফায়েত উল্লাহ সাগর ও সাফায়েত আয়ান এক ব্যক্তি নয়। ফেসবুক পোস্টও সাগরের নয়। তাই এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন সাফায়েত উল্লাহ সাগর।

জামিন আবেদনের শুনানি নিয়ে গত ১৫ মার্চ আদালত এই মামলা ও ফেসবুক আইডি সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ খান ও তদন্ত কর্মকর্তা মনোয়ার হোসেনকে ২২ মার্চ হাইকোর্টে হাজির হতে মৌখিক নির্দেশ দেন।
পরে আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাদের জানালেও নির্ধারিত দিনে তারা হাজির হননি। তবে তারা ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানিয়ে দেন লিখিত আদেশ পেলেই তারা হাইকোর্টে হাজির হবেন।

এরপর আদালত লিখিত আদেশ দিয়ে তাদেরকে হাজির হতে বলেন। সেই আদেশের ধারাবাহিকতায় ওসি বশির ও তদন্ত কর্মকর্তা মনোয়ার আদালতে হাজির হয়ে গত ২২ মার্চ আদালতে হাজির না হওয়ার জন্য দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!